নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের এক বছর মেয়াদী টেলিভিশন অনুষ্ঠান/সংবাদ প্রযোজনা (স্নাতকোত্তর ডিপ্লোমা) কোর্সে ভর্তির আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ আবেদন গ্রহণ প্রক্রিয়া। এ সময়ের মধ্যে অনার্স বা সমমান পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তিচ্ছুদের ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, জাতীয় পরিচয়পত্র নাগরিকত্ব ও চারিত্রিক সনদের সত্যায়িত কপিসহ আবেদন করতে হবে। আবেদনপত্র অনলাইনে bcti.gov.bd অথবা অনলাইন থেকে ডাউনলোড করে সরাসরি বা ডাকযোগে প্রেরণ করা যাবে। বিস্তারিত জানতে ০১৭০৩২৫৯০০৫ এই নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

আবেদনপত্র যাচাই-বাছাই করে পরীক্ষার্থী চূড়ান্ত করা হবে। ১২ ফেব্রুয়ারি বাছাই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেয়া হবে। প্রথম ছয় মাসের কোর্সে থাকবে বেসিক কোর্স ও পরের ছয় মাসে অ্যাডভান্সড কোর্স থাকবে। প্রতি সেমিস্টারের ফি নির্ধারণ করা হয়েছে ১৫,০০০ টাকা।
টেলিভিশন অনুষ্ঠানের প্রকৃতি, অনুষ্ঠান বা সংবাদ প্রযোজনা কৌশল, চিত্রনাট্য লেখন, অনুষ্ঠান নির্মাণের কারিগরি জ্ঞান লাভ, একক ও ধারাবাহিক অনুষ্ঠান নির্মাণ প্রক্রিয়া প্রভৃতি এই কোর্সের অন্তর্ভূক্ত। এছাড়া রয়েছে দেশে বিদেশে শিক্ষাভ্রমন ও বিশেষ প্রশিক্ষণ এবং সরকারি ও বেসরকারি টেলিভিশনে ইন্টার্ণশিপের সুযোগ। ক্লাস হবে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা।
এ বিষয়ে এ্যালামনাই এসোসিয়েশন অফ বাংলাদেশ সিনেমা এন্ড টেলিভিশন ইন্সটিটিউট (এএবিসিটিআই) এর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম কালচারাল ইয়ার্ডকে বলেন, তুলনামূলকভাবে বাংলাদেশে সবচেয়ে কম টাকা খরচে এই প্রতিষ্ঠানে শিক্ষা দেয়া হয়। এটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ নেওয়ার একটি সূর্বণ সুযোগ।
তিনি আশা প্রকাশ করে বলেন, তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে অল্প খরচে, স্বনামধন্য শিক্ষকদের তত্ত্বাবধানে এই টেলিভিশন অনুষ্ঠান/সংবাদ প্রযোজনা কোর্সে ভর্তি হওয়ার সুযোগটা টেলিভিশন অনুষ্ঠান/সংবাদ প্রযোজনায় আগ্রহী নতুনরা মিস করবে না, এটা আশা করছি।