স্বাধীনতার মাসের প্রথম দিন ১ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী পথনাট্যৎসব। বরাবরের মত বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে এ উৎসব পালন করা হচ্ছে। উৎসবের মুল স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘চাই নিঃশঙ্ক চিত্ত, গড়ি মানব মুক্তির বৃত্ত’।
কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল সাড়ে ৪টায় উৎসবের উদ্বোধন করেন নাট্যকার-নির্দেশক মামুনুর রশীদ। উদ্বোধনে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, জোটের সহ-সভাপতি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা। ‘বাংলাদেশ পথনাটক উৎসব উদযাপন পর্ষদ ২০১৮’-এর সদস্য সচিব আক্তার-উজ-জামান কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসব আহ্বায়ক ড. মোহাম্মদ বারী।
উদ্বোধনী দিনে আয়োজন করা হয় কবিগান। পরিবেশনা করেন খুলনার বটিয়াঘাটার চারণকবি সদানন্দ সরকার ও তাঁর দল। পথনাটক পরিবেশন করে সময় নাট্যদল।
উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে পথনাটক পরিষদ গঠিত হওয়ার দিন থেকে নিয়মিত পথনাটক মঞ্চায়ন হয়ে আসছে। তবে ২০০২ সাল থেকে নিয়মিতভাবে পথনাটকের উৎসব করা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতার মাসের প্রথম সপ্তাহে। এতে পরিষদভুক্ত সারাদেশের নাট্যদলগুলো তাদের সমসাময়িক পথনাটক মঞ্চায়ন করে থাকে।