মঙ্গলবার ছিলো শিশু-কিশোর ও যুব নাট্য দিবস। এ উপলক্ষে জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদীপ জ্বালিয়ে শিশু-কিশোর ও যুব নাট্য দিবসের অনুষ্ঠান শুরু হয়। শিশু-কিশোর ও যুব নাট্যকর্মীরা সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও ব্যাপক-উৎসাহ-উদ্দীপনায় দিনটি পালন করে।
২০০১ সালে আন্তর্জাতিকভাবে এ দিনটিকে বিশ্ব শিশু-কিশোর ও যুব নাট্য দিবস হিসেবে ঘোষণা করা হয়। সে থেকে বাংলাদেশে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের (পিটিএ) উদ্যোগে সারা দেশে পিটিএর ২৬২টি সদস্য সংগঠন এ দিনটি উৎসাহ-উদ্দীপনায় পালন করে আসছে।
বাংলা কলেজ যুব থিয়েটার, দৌড় শিশু নাট্যদল, শিল্পকলা একাডেমি শিশু দল, নাট্যভূমি, মৈত্রী শিশুদল, কল্পরেখা, বন্ধু মহল শিল্পী সংস্থা, পিদিমসহ ঢাকা ও ঢাকার বাইর থেকে আগত বিভিন্ন সংগঠনের শিশু-শিল্পীরা এতে অংশ নেয়।
শিশু-কিশোর ও যুবকদের সাংষ্কৃতিক উৎকর্ষতা বিকাশে এ দিবস কার্যকরী ভূমিকা পালন করবে বলে মনে করছেন আয়োজকরা।