‘মাস্টার অব মাইম’ মার্সেল মার্সো পৃথিবীর সর্বকালের সেরা মূকাভিনয় শিল্পী। ১৯২৩ সালের ২২ মার্চ ফ্রান্সের স্টাসবুর্গ শহরে জন্ম নেন তিনি। এ দিনকে স্মরণ করে দিবসটিকে বিশ্ব মূকাভিনয় দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ।
মার্সোর প্রিয় ছাত্র ছিলেন আমাদের বাংলাদেশের খ্যাতিমান প্রবাসী মাইম শিল্পী পার্থ প্রতিম মজুমদার। পার্থপ্রতিম মজুমদার বাংলাদেশে প্রথম মূকাভিনয় শিল্পের সূচনা করেন।
১৯৪৬ সালে মূকাভিনয় পেশায় নাম লিখালেও সাতচল্লিশ থেকে মূকাভিনয়-কাহিনীতে ‘বিপ’ চরিত্রের প্রবর্তন করেন। এর মাধ্যমে মার্সো সারা বিশ্বে পরিচিতি পেতে থাকে। এরপর থেকে বাড়তে থাকে তাঁর জনপ্রিয়তা।
তাঁর ‘বিপ’ বিষয়ক কয়েকটি উল্লেখযোগ্য নকশা-মূকাভিনয় হচ্ছে ‘বিপ হান্টস্ বাটারফ্লাই’, ‘বিপ, গ্রেট স্টার অব এ ট্রাভেলিং সার্কাস’, ‘বিপ অ্যাজ এ লায়ন ট্রেমার’, ‘বিপ অ্যাজ এ সোলজার’, ‘বিপ ইন দ্য মর্ডান অ্যান্ড ফিউচার লাইফ’ প্রভৃতি। আধুনিক মূকাভিনয় শিক্ষার অনন্য শিক্ষায়তন ‘লা ইকোল ইন্টারন্যাশনাল ডি মাইমোড্রামা’ তিনি প্রতিষ্ঠা করেন। যা মূকাভিনয় শিল্পের উৎকর্ষে ভূমিকা পালন করে।
২০০৭ সালের ২২ সেপ্টেম্বর ৮৪ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন মার্সেল মার্সো।
মার্সেল মার্সোর ৯৫তম জন্মবার্ষিকী ও ‘বিশ্ব মূকাভিনয় দিবস’ উদযাপন উপলক্ষে প্রতিবছর বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন নানা আয়োজন করে থাকে। বিশ্বব্যাপীও এ দিবস উপলক্ষে থাকে নানা আয়োজন।