বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নাট্যদল প্রাঙ্গণেমোর’র দু’টি প্রযোজনা হাছনজানের রাজা এবং আমি ও রবীন্দ্রনাথ। একটি মরমী কবি ও একসময়ের প্রভাবশালী জমিদার হাছনরাজার জীবনীনির্ভর কাহিনী, অন্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে হৃদ্যতা নির্ভর। আগামী ৪ মে আমি ও রবীন্দ্রনাথ এবং ৫ মে হাছনজানের রাজা বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে।
আমি ও রবীন্দ্রনাথ নাটকের রচনা ও নির্দেশনায় রয়েছেন নুনা আফরোজ। নাটকটিতে রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করেছেন অনন্ত হীরা। এই নাটকটি প্রাঙ্গনেমোর’র নিয়মিত প্রযোজনা। প্রাঙ্গনেমোর’র নতুন প্রযোজনা ‘হাছনজানের রাজা’।
শাকুর মজিদের রচনা ও অনন্ত হিরার নির্দেশনায় গত ২০ এপ্রিল ছিলো নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। গত ৩০ এপ্রিল শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে ছিলো এর তৃতীয় মঞ্চায়ন।