নিজস্ব প্রতিবেদক :
লাল কাজল, রাঙা ভাবী, তোমাকে চাইসহ অসংখ্য চলচ্চিত্রের নির্মাতা মতিন রহমান গুরুতর অসুস্থ। ব্যাংককের একটি হাসপাতালে চিকিংসাধীন রয়েছেন তিনি। তাঁর আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী কলাকুশলীসহ সংশ্লিষ্টরা।
২০১১ সালের জুন মাসে মতিন রহমানের হার্টে পাঁচটি ব্লক ধরা পড়ে। এতোদিন চিকিৎসা নিয়ে তিনি ভালো ছিলেন। কিন্তু সম্প্রতি আবারও অসুস্থ হয়ে পড়লে তিনি ব্যাংকক যান।
১৯৭৩ সালে ‘অতিথি’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন মতিন রহমান। ১৯৮১ সালে মুক্তি পায় তার পরিচালনায় প্রথম ছবি `লাল কাজল’। অন্ধ বিশ্বাস, স্বর্গ নরক, জীবনধারা, স্নেহের বাঁধন, রাঙ্গা ভাবী, বীরাঙ্গনা সখিনা, তোমাকে চাই, বিয়ের ফুল, নারীর মন, মাটির ফুল, মন মানে না, এই মন চায় যে, স্বপ্নের বাসর, রাক্ষুসী, তোমাকেই খুঁজছি, রং নম্বরসহ অসংখ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি।
তিনি চলচ্চিত্র নির্মাণ ছাড়াও চলচ্চিত্র নিয়ে গবেষণা ও শিক্ষকতাও করেন। স্টাম্পফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষক হিসেবে আছেন তিনি। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটেও খন্ডকালীন শিক্ষক তিনি।