নিজস্ব প্রতিবেদক:
নানা বাধা বিপত্তি পেরিয়ে এবারের ঈদ উপলক্ষে পাঁচটি ছবি মুক্তি পেয়েছে। ফলে এই উৎসবকে ঘিরে সারা দেশের বিভিন্ন জায়গায় স্থায়ীভাবে খুলেছে বন্ধ থাকা পঞ্চাশেরও অধিক প্রেক্ষাগৃহ। মুক্তিপ্রাপ্ত ছবিগুলো হচ্ছে- চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া, সুপার হিরো, পোড়ামন-২, পাংকু জামাই এবং কমলা রকেট।
বিভিন্ন সুত্রের তথ্য মতে, ঈদের ছবির মধ্যে সবচেয়ে বেশি হল পেয়েছে শাকিব খান ও বুবলী অভিনীত ছবি চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া। ১৩৩টি হল পেয়েছে ছবিটি। উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিতে শাকিব বুবলী ছাড়া ওমর সানী, মৌসুমী, সাদেক বাচ্চু, কাজী হায়াত প্রমুখ অভিনয় করেছেন।
হলের পাওয়া দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ৭৪টি হল পাওয়া ‘সুপার হিরো’। এখানেও জুটি হিসেবে আছে শাকিব খান ও বুবলী। আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’তে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, সাদেক বাচ্চু প্রমুখ।
স্টার সিনেপ্লেক্স, ব্লক বাস্টার, বলাকা সিনেওয়ার্ল্ড, শ্যামলী সিনেমাসহ ২২টি হল পেয়েছে তরুণ অভিনেতা অভিনেত্রী সিয়াম ও পূজার অভিনীত ছবি ‘পোড়ামন ২’। নবাগত পরিচালক রায়হান রাফির পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, নাদের চৌধুরী, সাঈদ বাবু ও রেবেকা প্রমুখ।
পঞ্চাশের অধিক হল পাওয়ার কথা বলা হলেও সর্বশেষ তথ্যমতে জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের ছবি ‘পাংকু জামাই’ পেয়েছে রাজমনি, মিনি গুলশান, জিঞ্জিরাসহ ৮টি হল। আব্দুল মান্নান পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন পুষ্পিতা পপি, এ টি এম শামসুজ্জামান প্রমুখ।
কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের গল্প অবলম্বনে তরুণ পরিচালক নূর ইমরান মিঠুর পরিচালিত তৌকীর আহমেদ ও মোশাররফ করিম অভিনীত ভিন্ন ঘরানার ছবি ‘কমলা রকেট’ পেয়েছে ৩টি হল। সেগুলো হলো: স্টার সিনেপ্লেক্স, ব্লক বাস্টার এবং রাজিয়া (রাজমণি)।