ঈদ উল আযহা উপলক্ষে ঈদের দিন থেকে ৬ দিন ৬টি চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চ্যানেল আইয়ের পর্দায়। এসব ছবিগুলো ফেয়ার অ্যান্ড লাভলীর নিবেদনে প্রচার হবে।
ঈদের দিন সকাল সোয়া ১০টায় প্রচার হবে মুহম্মদ জাফর ইকবাল-এর গল্প অবলম্বনে মোরশেদুল ইসলামের সিনেমা ‘আঁখি ও তার বন্ধুরা’। ছবিটি ইমপ্রেস টেলিফিল্ম-এর ব্যানারে নির্মিত। ছবিটি চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে এদিন। ঈদের ২য় দিন সকাল সোয়া ১০টায় কাজী জহির পরিচালিত স্বর্ণ যুগের শ্রেষ্ঠ সাদাকালো বাংলা চলচ্চিত্র ‘ময়নামতি’ ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চ্যানেল আইতে।
আলমগীর পরিচালিত চলচ্চিত্র ‘একটি সিনেমার গল্প’ দেখানো হবে ঈদ আয়োজনের ৩য় দিন সকাল ১০:১৫ মিনিটে। মালেক আফসারী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম-এর ছবি ‘অন্তর জ্বালা’ প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন সকাল ১০:১৫ মিনিটে।
তানিম নূর পরিচালিত বহু-বহুমাত্রিক অভিনেতা হুমায়ুন ফরীদি অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘ফিরে এসো বেহুলা’। ইমপ্রেস টেলিফিল্ম- এর ব্যানারে নির্মিত ছবিটি ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চ্যানেল আইয়ের পর্দায় ঈদের ৫ম দিন সকাল ১০:১৫ মিনিটে।
গোলাম মোস্তফা শিমুল পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম-এর ছবি ‘সাদা কালো’ ঈদের দিন সকাল ১০:১৫ মিনিটে প্রচারিত হবে চ্যানেল আইতে।