এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ চলচ্চিত্র উৎসব ‘পিয়ং ইয়ং ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এ প্রদর্শিত হবে অরুণ চৌধুরী নির্মিত সিনেমা ‘আলতা বানু’। এটি তৃতীয়বারের মতো কোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে। চলচ্চিত্রের এই বড় উৎসবটি আগামী ১৯ থেকে শুরু হয়ে চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ২৩ সেপ্টেম্বর ‘আলতা বানু’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।
নির্মাতাঅরুণ চৌধুরী জানান, ‘এর আগে আলতা বানু দু’টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এই নিয়ে তৃতীয়বারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে। তিনি বলেন, বিষয়টি আমার জন্য সত্যিই অনেক আনন্দের, গর্বের। কারণ এটি আমার নির্মিত প্রথম চলচ্চিত্র। আশা করছি, পিয়ং ইয়ং ফিল্ম ফ্যাস্টিভ্যালেও আমার চলচ্চিত্রটি প্রশংসিত হবে।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ ছবির অভিনেত্রীজাকিয়া বারী মম বলেন, ‘আলতা বানু মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবার মতো গল্পের একটি চলচ্চিত্র। এই চলচ্চিত্র মুক্তির পর দেশ-বিদেশ থেকে আমি অনেক দর্শকের সাড়া পেয়েছি। চলচ্চিত্রটি পিয়ং ইয়ং ফিল্ম ফ্যাস্টিভ্যালে প্রদর্শিত হতে যাচ্ছে জেনে আমার ভীষণ ভালো লাগছে। আমি সত্যিই গর্বিত।’
চলতি বছরের ২০ এপ্রিল মুক্তি পায় ‘আলতা বানু’। ‘আলতা বানু’ প্রথম ‘টরেন্টো ফিল্ম ফ্যাস্টিভ্যাল’ এবং দ্বিতীয়বার কলকাতার নন্দনে ‘বাংলাদেশ ফিল্ম ফ্যাস্টিভ্যাল’ এ প্রদর্শিত হয়েছে। ১৮ মে ‘আলতা বানু’ ইউটিউবে আপলোড হবার পর এখন পর্যন্ত প্রায় চার লক্ষ দর্শক সিনেমাটি উপভোগ করেছেন।