জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর আমেরিকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলচ্চিত্র ব্যাক্তিত্ব হিসেবে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর সঙ্গে এ সফরে অংশ নিচ্ছেন বাংলা চলচ্চিত্রের দুই তারকা রিয়াজ ও ফেরদৌস।
প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হতে পেরে উচ্ছসিত নায়করিয়াজ ও ফেরদৌস গণমাধ্যমে বিষয়টি জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী ৩০ সেপ্টেম্বর অধিবেশন শেষ করে তারা দেশে ফিরবেন বলেও জানান।
প্রথমবার প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়ার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত চিত্রনায়কফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফরসঙ্গী হওয়া আসলে বিরাট এক পাওয়া। আমি মনে করি বিষয়টি শুধু আমাদের দু’জনের জন্য না, পুরো চলচ্চিত্র পরিবারের জন্য বিরাট পাওয়া। তিনি বলেন, এই প্রথম সম্ভবত চলচ্চিত্রের কেউ প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হতে যাচ্ছে।
ফেরদৌস বলেন, আমেরিকায় ইউনাইটেড নেশনের একটি অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী যাচ্ছেন। এমন গুরুত্বপূর্ণ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হওয়া বিরাট প্রাপ্তির। আশা করছি অনেক কিছু শিখতে পারবো। আর এই সফরকে শিল্পী সংস্কৃতির মানুষের জন্য বিরাট একটি রিকগনেশান। প্রধানমন্ত্রী যে শিল্প সংস্কৃতির মানুষদের ভালোবাসেন এটা তার প্রমাণ। আমরা প্রতিটি মুহূর্ত তার কাছ থেকে শেখার চেষ্টা করবো। আর ফিরে এসে বাকিটা বলতে পারবো।
উচ্ছসিত রিয়াজ বলেন, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়া আমার জন্য একটা অসাধারণ পাওয়া। আমাদের প্রধানমন্ত্রী যে চলচ্চিত্র বান্ধব একটি সরকারের প্রধান সেটি আবারও প্রমাণ হলো এবং তিনি শিল্পীদের যে মর্যাদা দিলেন এটা অভিভূত হওয়ার মতো। এর জন্য চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞ আমরা।