কিংবদন্তী চলচ্চিত্রকার শেখ নিয়ামত আলীর ১৫তম প্রয়াণ দিবস উপলক্ষে মুভ্যিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজন করেছে চলচ্চিত্রকার শেখ নিয়ামত আলী চলচ্চিত্র পাঠ ও বিশ্লেষণ বিষয়ক কর্মশালা। সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি বেলায়াত হোসেন মামুন কর্মশালাটি পরিচালনা করবেন।
রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে ২৪ নভেম্বর শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা কর্মশালা অনুষ্ঠিত হবে।
নিবন্ধনের জন্য যোগাযোগ করতে ০১৯৭১ ১০১১০৬, ০১৭১৮ ৯৫৬৫৭৭ নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে। এই ফোন নম্বরে কর্মশালা করতে ইচ্ছুকদের নাম, বয়স, পেশা এবং ফোন নম্বর এসএমএস করতে বলা হয়েছে।
এ ব্যাপারে মুভ্যিয়ানা ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি বেলায়াত হোসেন মামুন বলেন, ‘শেখ নিয়ামত আলী নির্মিত ‘সূর্য দীঘল বাড়ী’, ‘দহন’ এবং অন্য জীবন’ বাংলাদেশের চলচ্চিত্র হিসেবে পূর্ব-বাংলা বা বাংলাদেশের আর্থ-সামাজিক ইতিহাসের এক অনবদ্য বয়ান। যা মানুষের জীবন ও জীবনযুদ্ধের ভেতর দিয়ে রূপায়িত হয়। তাই এবার কিংবদন্তী চলচ্চিত্রকার শেখ নিয়ামত আলীর ১৫তম প্রয়াণ দিবসে আয়োজন করা হয়েছে শেখ নিয়ামত আলী চলচ্চিত্র পাঠ ও বিশ্লেষণ বিষয়ক কর্মশালা।’
তিনি বলেন, চলচ্চিত্রকার শেখ নিয়ামত আলী বাংলাদেশের একজন গুণী চলচ্চিত্রকার। বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্র-সংস্কৃতিতে তিনি প্রায় ভুলতে বসা একজন চলচ্চিত্র নির্মাতা। যদিও গভীরভাবে বিচার করলে বাংলাদেশের স্বাধীন ও সৎ চলচ্চিত্রকার হিসেবে তাঁর অবদানকে আমরা সঠিকভাবে মূল্যায়নে ব্যর্থ হয়েছি বলে বিশ্বাস করি। শেখ নিয়ামত আলী মাত্র ৩টি পূর্ণদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র নির্মাণ করেছেন। তাঁর ৩টি চলচ্চিত্রই বাংলাদেশের ‘ভালো’ চলচ্চিত্রের তালিকায় সবসময় উপরের সারিতেই থাকে।