বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী অভিনেতা খলিল উল্লাহ খানের মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের ৭ ডিসেম্বর মারা যান এই গুনী অভিনেতা।
আজকের এই দিনে কালচারাল ইয়ার্ড পরিবার তাকে শ্রদ্ধাভরে স্বরণ করছে।
১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি সিলেটের কুমারপাড়ায় জন্মগ্রহণ করেন খলিল উল্লাহ খান।
১৯৫৯ সালে কলিম শরাফী ও জহির রায়হান পরিচালিত ‘সোনার কাজল’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তাঁর যাত্রা শুরু করেন। এরপর নায়ক হিসেবে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেন।
জীবদ্দশায় প্রায় আটশ ছবিতে অভিনয় করেন তিনি।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ভাওয়াল সন্ন্যাসী, জংলি ফুল, আগুন, পাগলা রাজা, ক্যায়সে কঁহু, ওয়াদা, বিনি সুতার মালা, মিন্টু আমার নাম, নবাব সিরাজ-উদ-দৌলা, বউ কথা কও, কাজল ইত্যাদি।
‘গুণ্ডা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।