চলে গেলেন বলিউড অভিনেতা কাদের খান। মঙ্গলবার কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। বর্ষীয়ান এই চলচ্চিত্র অভিনেতার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।
গত সোমবার তাঁর মৃত্যুর কথা ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। সে সময় বাবার মৃত্যুর খবর গুজব বলে জানান তার ছেলে সরফরাজ খান। অবশেষে তাঁর ছেলে গণমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
কাদের খান অনেক দিন ধরে প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পলসি (পিএসপি) রোগে ভুগছিলেন। দুই দিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়ায় দ্রুত কানাডার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত বেশকিছু সমস্যাও ধরা পড়ে।
‘দাগ’ ছবির মাধ্যমে ১৯৭৩ সালে বলিউডে অভিষেক হয় কাদের খানের। দীর্ঘ চার দশক ধরে বলিউডে অভিনয় করেছেন তিনি। প্রায় তিনশ’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমায় পরিচালক ও চিত্রনাট্যকারও ছিলেন তিনি।