ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ডলবি থিয়েটারে এবারের ৯১তম অস্কারের জমকালো আসর বসেছিলো বাংলাদেশ সময় সোমবার সকালে। সকাল ৭টা থেকে শুরু হওয়া এই আয়োজনে সেরা চলচ্চিত্র পরিচালক হলেন আলফনসো কুয়ারন। গুইলারমো দেল তরো সেরা পরিচালকের পুরস্কারটি তুলে দেন আলফনসো কুয়ারনের হাতে।
রোমা সিনেমার জন্য তিনি গোল্ডেন গ্লোব, দ্য ক্রিটিকস চয়েজ এবং বিএএফটিএ জিতে নিয়েছেন। ফলে তাঁর হাতেই অস্কার যাবে এমনটা আগেই ধারণা ছিল সবার।
এই বিভাগের মনোনয়ন পেয়েছেন ইয়োরগস লানথিমস (দ্য ফেভারিট), স্পাইক লি (ব্ল্যাক্লানসম্যান), অ্যাডাম ম্যাকে (ভাইস) এবং পাওয়েল পাওলিকোসকি (কোল্ড ওয়ার)।
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’র এই আয়োজনে সেরা চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে ‘গ্রিন বুক’ ছবিটি।
প্রতি বছরের মতো এবারও ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে। ২২ জানুয়ারি বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে অস্কার মনোয়ন ঘোষণা করা হয়।