নিজস্ব প্রতিবেদক :
বিশ্ব নারী দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশে মুক্তি পেয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবি ‘যদি একদিন’। শুক্রবার ১০টায় রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির উদ্বোধনী অনুষ্ঠান ও শো অনুষ্ঠিত হয়। এসময় চলচ্চিত্র জগতের অনেক নির্মাতা, অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
‘যদি একদিন’কে মানসম্মত সিনেমা আখ্যায়িত করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সিনেমার অনেকদিন ধরে যে বন্ধ্যাত্ব ছিলো, তা কেটে গেছে। মানুষ আবার পরিবার-পরিজন নিয়ে হলমুখী হচ্ছে। পরিবার নিয়ে দেখার মতো যে সিনেমার অভাব ছিল, ইতোমধ্যে তা তৈরি হচ্ছে। মানসম্মত একটি সিনেমা ‘যদি একদিন’। পরিবারের সবাইকে নিয়ে সিনেমাটি দেখা যাবে।
সিনেমাটির সফলতা কামনা করে তিনি ‘যদি একদিন’ সিনেমার মাধ্যমে আমাদের সিনেমা জগৎ নতুন গতি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
‘যদি একদিন’র উদ্বোধনী শো দেখার পরে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা জানান, সিনেমাটি খুব ভালো একটা কনসেপ্টে নির্মিত। বাবা মেয়ের সম্পর্কে তুলে ধরা হয়েছে। আমার সঙ্গে খুব মিলে গেছে। আমি বাবাকে খুব মিস করি। বাবার সঙ্গে আমার সম্পর্ক এমন ছিলো।
অভিনেতাদের প্রশংসা করে তিশা বলেন, তাহসান, তাসকিন, শ্রাবন্তী সবাই খুব ভালো অভিনয় করেছেন। খুব ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে পর পর ভালো ভালো সিনেমা আসছে। সিনেমা উন্নতি করছে। দর্শকরা তা দেখছেন।
ছবিটি দেখার পর নিজের প্রতিক্রিয়ায় অভিনেত্রী শবনম ফারিয়া বলেন, ছবিটি দেখতে দেখতে কখন জানি চোখ ভিজে উঠলো, বাবাকে খুব মিস করতে শুরু করলাম! টেরই পাইনি। ছবিটি চলার সময় আমার পাশে বসা মা জানতে চাইলো, ‘বাবাকে মিস করছো?’ আমার মা অনেক বোকা, কিন্তু কীভাবে জানি মা সব বুঝে যায়! আসলেই আমি তখন টলমলে চোখ নিয়ে ঘোলা পর্দাটার দিকে তাকিয়ে ছিলাম। পর্দায় তখন তাহসান ভাই আর রাইসা। বাবা আর মেয়ের চরিত্রে অভিনয় করেছে তারা। আর আমি তখন দেখছিলাম আমার বাবা ও নিজেকে।’
‘যদি একদিন’ সিনেমার মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষেক হয়েছে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান এবং ওপার বাংলার চিত্রনায়িকা শ্রাবন্তীর। তাহসান, শ্রাবন্তী ছাড়াও সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, শিশুশিল্পী আফরিন শিখা রাইসা, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নাজিবা, সুজাত শিমুল, আনন্দ খালেদসহ আরও অনেকে।