বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের ৬৭তম জন্মদিন আজ। ১৯৫২ সালের ১২ মার্চ বিক্রমপুরে জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশের আধুনিক ও রক গানের জনপ্রিয় শিল্পী তিনি। চলচ্চিত্রের গানেও তিনি কন্ঠ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন। বরাবরের মতো এবারের জন্মদিন তিনি নিজ বাড়ি বিক্রমপুরে কাটাচ্ছেন। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবসহ গ্রামের সাধারণ মানুষদের সঙ্গে খাওয়া দাওয়া ও আড্ডা, গানে সময় কাটাচ্ছেন তিনি। সুহদদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। গুনী এই শিল্পী জন্মদিনে কালচারাল ইয়ার্ডের পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।
তাঁর সব জন্মদিনেই তিনি সাধারণত নিজের গ্রামের বাড়িতে সাধারণ মানুষের সঙ্গে কাটান বলে জানিয়েছেন তিনি। ফেরদৌস ওয়াহিদের বাবা ওয়াহিদ উদ্দিন আহমেদ ও মা উম্মে হাবিবা নূরজাহান। ফেরদৌস ওয়াহিদরা ছয় ভাই তিন বোন। তিনি ভাইদের মধ্যে সবার ছোট। ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবিব ওয়াহিদ বাংলাদেশের একজন খ্যাতিমান সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক।
ফেরদৌস ওয়াহিদের জনপ্রিয় চলচ্চিত্রের গানের মধ্যে রয়েছে আলম খানের সুরে সাবিনা ইয়াসমিনের সঙ্গে আমার পৃথিবী তুমি, ওগো তুমি যে আমার কতো প্রিয়, আমি এক পাহারাদার, শোন ওরে ছোট্ট খোকা, আমি ঘর বাঁধিলাম, ওগো তুমি যে আমার কতো প্রিয়, আমি এক পাহারাদার ইত্যাদি। সিনেমার বাইরেতাঁর আলোচিত গান মামুনিয়া, আগে যদি জানতাম, এমন একটা মা দেনাসহ অসংখ্য গান।
ফেরদৌস ওয়াহিদ তাঁর জন্মদিনে সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন যেন সবসময় সুস্থ থাকি, ভালো থাকি। নিজের আজকের অবস্থানের জন্য শ্রদ্ধেয় ফিরোজ সাঁইয়ের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
বর্তমানে ফেরদৌস ওয়াহিদ নির্মাণ করছেন তাঁর দ্বিতীয় সিনেমা ‘দুর্ধর্ষ অভিযান’। এখন এর শূটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি। এটি নির্মাণের পাশাপাশি এতে অভিনয়ও করছেন তিনি। তার নির্মিত প্রথম সিনেমা ‘কুসুমপুরের গল্প’।