নিজস্ব প্রতিবেদক :
আজ পবিত্র ঈদ-উল ফিতর। এ ঈদে দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান প্রযোজিত চলচ্চিত্র পাসওয়ার্ড, সাকিব সনেট প্রযোজিত ‘নোলক’ ও অনন্য মামুন পরিচালিত আবার বসন্ত। এবার ইউটিউবে প্রথমবারের মতো কামরুজ্জামান কামু পরিচালিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা দি ডিরেক্টর মুক্তি পাচ্ছে।
এদিকে বিকল্প উপায়ে ৮ জুন রাজধানীর যাত্রা বিরতি রেস্টুরেন্টে মুক্তি পাচ্ছে তরুণ নিমাতা স্বজন মাঝির দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘গল্প-সংক্ষেপ’ ও ‘জীবাশ্মজন’।
অপরাধ জগতের এক ডনের সুইস ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে গড়ে উঠেছে ‘পাসওয়ার্ড’ সিনেমার গল্প। ছবিটিতে ঘটনাক্রমে পাসওয়ার্ডটি হারিয়ে যায়। সেই হারিয়ে যাওয়া পাসওয়ার্ড খুঁজতে থাকে ডন।
আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারী। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন শবনম বুবলী, মিশা সওদাগর, অমিত হাসানসহ অনেকে। ছবিটি যৌথ ভাবে প্রযোজনা করেছেন শাকিব খান ও তাঁর বন্ধু মোহাম্মদ ইকবাল।
পাসওয়ার্ড চলচ্চিত্রটি সিনেপ্লেক্সসহ দেশের প্রায় দেড়শ’র মতো হলে মুক্তি পাচ্ছে। এ ছবিটিই সর্বোচ্চ সংখ্যক হলে মুক্তি পাচ্ছে।
দুই পরিবারের দ্বন্দ্ব আর পারিবারিক ঐতিহ্যকে ঘিরে আবর্তিত ‘নোলক’ ছবির গল্প। এই ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি। ফেরারি ফরহাদের লেখা ছবিটিতে প্রযোজনা ও পরিচালনা করেছেন সাকিব সনেট। ছবিটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, ওমর সানী, মৌসুমী, শহীদুল আলম সাচ্চুসহ অনেকে। ছবিটি সিনেপ্লেক্সসহ ৭৬টি হলে মুক্তি পাচ্ছে।
এদিকে একজন বাবার একাকিত্বের গল্প নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘আবার বসন্ত’। ৬৫ বছরের এক নি:সঙ্গ লোকের সঙ্গে ভালোবাসায় জড়িয়ে পড়ে ২৫ বছরের একটি মেয়ে। গল্পনির্ভর এই চলচ্চিত্রটি রাজধানীর বলাকা সিনেওয়ার্ল্ড ও সিনেপ্লেক্সগুলোতে মুক্তি পাচ্ছে। ছবিটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, স্পর্শিয়া, আনন্দ খালেদ, ইমতুসহ অনেকে।
প্রথমবারের মতো কামরুজ্জামান কামু পরিচালিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা দি ডিরেক্টর মুক্তি পাচ্ছে ইউটিউবে। এদিন রাত ৯টা ৫৫ মিনিটে সানবিডিটিউব নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ছবিটি মুক্তি দেওয়া হবে। সিনেমাটির অনলাইন পরিবেশনা সহযোগী হিসেবে আছেন ‘উই আওয়ার্স ক্রিয়েটিভ ফান্ডিং’ ইনিশিয়েটিভ প্লাটফর্ম (www.whc.fund)।

নির্মাতা কামরুজ্জামান কামু পরিচালিত সিনেমা ‘দি ডিরেক্টর
‘দি ডিরেক্টর’-এ চলচ্চিত্রে অভিনয় করেছেন- মারজুক রাসেল, পপি, নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, মোশাররফ করিম, সুইটি, নাফিজা, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ।
এদিকে বিকল্প উপায়ে ৮ জুন রাজধানীর যাত্রা বিরতিতে মুক্তি পাচ্ছে তরুণ নির্মাতা স্বজন মাঝির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গল্প-সংক্ষেপ’ ও ‘জীবাশ্মজন’। সেদিন বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ছবি দুটি দেখানো হবে।

তরুণ নির্মাতা স্বজন মাঝির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গল্প-সংক্ষেপ’ ও ‘জীবাশ্মজন’