নিজস্ব প্রতিবেদক :
বাংলা চলচ্চিত্রের সবচেয়ে ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে জনপ্রিয়তার শীর্ষে থেকে ঢালিউডে রাজত্ব করেছেন। তাকে বলা হয় ঢালিউডের রাজপুত্র। এই রাজপুত্রের সিনেমাগুলো শুধু ব্যবসায়িকভাবেই সফল ছিলো না, ছবিগুলো হয়ে উঠেছে এক একটি ইতিহাস। সেপ্টেম্বর এলেই সালমান শাহকে নিয়ে সিনেমাপ্রেমি মানুষদের নানা আয়োজন দেখা যায়। এর ধারাবাহিকতায় আগামী ১৯ সেপ্টেম্বর তাঁর ৪৮তম জন্মদিন উপলক্ষে ২০ তারিখ থেকে আয়োজন করা হবে সালমান শাহ জন্মোৎসব।
সালমান শাহের জন্মদিন উপলক্ষে ঢুলি কমিউনিকেশনস আয়োজন করছে সপ্তাহব্যাপী ‘সালমান শাহ জন্মোৎসব-২০১৯’। টিএম ফিল্মস’র নিবেদনে রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা প্রেক্ষাগৃহে ২০ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। এই উৎসবের মধ্য দিয়েই সদ্য গঠিত আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে জানালেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দেশের অন্যতম সৌন্দর্য বিশেষজ্ঞ ফারজানা মুন্নী।
তিনি বলেন, ‘সর্বস্তরের মানুষের কাছে স্বপ্নের নায়ক সালমান শাহ। তাকে নিয়ে আয়োজিত এই বিশেষ উৎসবের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। এর মধ্য দিয়ে আমাদের টিএম ফিল্মস-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে এটি আরও ভালো লাগার।
সালমান শাহকে নিয়ে আরও নিউজ :
⇒ স্বপ্নের নায়ক সালমান শাহ
⇒ অন্তরে অন্তরে সালমান শাহ
⇒ প্রজন্মান্তরের তরুণদের আইকন সালমান শাহ
⇒ কালোত্তীর্ণ চিত্রনায়কের ৪৭ বছর
⇒ সালমান শাহ প্রয়াণের ২২ বছর
এ আয়োজনের মধ্য দিয়ে আগামী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী ও দর্শকদের জন্য একটি আন্তর্জাতিকমানের প্ল্যাটফর্ম তৈরি করার পরিকল্পনা রয়েছে বলে জানালেন তিনি।
তিনি বলেন, গান বাংলার উইন্ড অব চেঞ্জ অনুষ্ঠান দিয়ে সঙ্গীতে যেমন আমরা একটা বৈশ্বিক পরিবর্তন আনতে পেরেছি, চলচ্চিত্রেও সেটা সম্ভব। আমাদের গল্প, শিল্পী, সংগীত, নির্মাতা কোনোকিছুরই অভাব নেই। অভাব শুধু সমন্বয়ের। এবার আমরা সেই সমন্বয়ের কাজটি করতে চাই।’

মধুমিতায় সপ্তাহব্যাপী সালমান শাহ জন্মোৎসব
জমকালো উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০ সেপ্টেম্বর থেকে ঢাকার মধুমিতা সিনেমা হলে সপ্তাহজুড়ে সালমান শাহ অভিনীত জনপ্রিয় ৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানালেন উৎসব আহবায়ক নিপু বড়ুয়া।
২০ সেপ্টেম্বর ‘কেয়ামত থেকে কেয়ামত’, ২১ সেপ্টেম্বর ‘তোমাকে চাই’, ২২ সেপ্টেম্বর ‘মায়ের অধিকার’, ২৩ সেপ্টেম্বর ‘চাওয়া থেকে পাওয়া’, ২৪ সেপ্টেম্বর ‘তুমি আমার’, ২৫ সেপ্টেম্বর ‘অন্তরে অন্তরে’ এবং ২৬ সেপ্টেম্বর ‘সত্যের মৃত্যু নেই’ দেখানো হবে।
এর আগে ১৯ সেপ্টেম্বর নায়কের জন্মদিনে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে। যেখানে কেক কেটে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু করা হবে এই উৎসব।