নিজস্ব প্রতিবেদক:
ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীর ৪৬তম জন্মদিন আজ। ১৯৭৩ সালের ৩ নভেম্বর তিনি জন্মেছিলেন। নিজের এবারের জন্মদিনটি পরিবারের সঙ্গে একান্তে কাটাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। এর বাইরে এতিম শিশুদের মাঝে কিছু সময় কাটানোর সিদ্ধান্তও রয়েছে তার। স্বামী ওমর সানীসহ চলচ্চিত্রের তারকারা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। তিনি শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ভক্তদেরও। কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে প্রিয়দর্শিনীর জন্মদিনে শুভেচ্ছা।
এদিকে জন্মদিনে মৌসুমী বলেন, ‘আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাকে সুন্দর একটি জীবন দিয়েছেন। সুন্দর একটি পরিবারে জন্ম নিয়েছি। স্বামী, সন্তানদের নিয়ে বেশ সুখে আছি। জীবন চলার পথে প্রতিটি মুহূর্তে আমি আমার বাবা-মাকে অনুভব করি। এবারের জন্মদিনে আম্মা পাশে নেই, আম্মাকে তাই খুব মিস করব। আমার স্বামী ওমর সানী, দুই সন্তান ফারদিন-ফাইজাকে নিয়ে জন্মদিন একেবারেই একান্তে কাটাব। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে, আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন।’
প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমীর আরও খবর :
⇒ ভক্তদের নিয়ে মৌসুমীর জমকালো জন্মদিন
⇒ নির্বাচনী ইশতেহার দিলেন শিল্পী সমিতির সভাপতি প্রার্থী মৌসুমী
⇒ শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী মৌসুমী
তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্বামী চিত্রনায়ক ওমর সানী বলেন, ‘মৌসুমী আমার জীবনের আলো, আমার সুখে দুঃখে পথচলার সঙ্গী, এক কথায় মৌসুমীই আমার জীবনের সব। মৌসুমী তার জীবনে সব সময়ই সব ব্যাপারে সুদূরপ্রসারী সিদ্ধান্ত নিয়েছে যা আমাকে অবাক করেছে, মুগ্ধ করেছে। সে একজন নায়িকা হিসেবে, স্ত্রী হিসেবে, মা হিসেবে, সমাজসেবক হিসেবে সফল মানুষ। আল্লাহ যেন তাকে সব সময় ভালো রাখেন, সুস্থ রাখেন। আমরা যেন সারাজীবন আমাদের দুই সন্তান, পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে সুখে দুঃখে বাকিটা জীবন পার করে দিতে পারি এ দোয়াই করি।’
চিত্রনায়ক রিয়াজ মৌসুমীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘চলচ্চিত্রে মৌসুমীর আগমনের দুই বছর পর আমি কাজ শুরু করি। মৌসুমীর সঙ্গে প্রথম কাজ করি সালাহউদ্দিন লাভলু পরিচালিত ‘মোল্লাবাড়ির বউ’ ছবিতে। এর পর অনেক ছবিতে আমরা জুটি হয়েছি। সে অসাধরণ অভিনেত্রী। একজন গুণী অভিনয়শিল্পীর যে সব গুণ থাকতে হয় তার সবই আছে মৌসুমীর। জন্মদিনে অনেক অনেক শুভ কামনা।’

জন্মদিনে এতিম বাচ্চাদের সঙ্গে প্রিয়দর্শিনী মৌসুমী
ফেরদৌস মৌসুমীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমরা বন্ধু। আর সে কারণেই যদি কোনো ছবির প্রস্তাব আসে বা আমি ছবি করার উদ্যোগ নেই প্রথমেই মৌসুমীকে বলি। আমাদের বোঝাপড়াটাও ভালো। বন্ধুত্বের শুরু কবে সেটা এখন মনে করতে পারছি না। তবে অভিনয় করার আগে থেকেই আমাদের মধ্যে বন্ধুত্ব হয়েছিল। ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ছবিতে কাজ করতে গিয়ে বন্ধুত্বটা আরও গভীর হয়। এভাবে কাজের মাধ্যমেও বন্ধুত্ব তৈরি হলো। অসাধারণ অভিনেত্রীদের মধ্যে একজন। শুভ জন্মদিন।’
তাঁর পুরো নাম আরিফা পারভিন জামান মৌসুমী। ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম নাজমুজ্জামান মনি ও মায়ের নাম শামীমা আখতার জামান। তিনি প্রিয়দর্শিনী মৌসুমী নামে পরিচিত।
১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছায়াছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এ পর্যন্ত প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এদিকে একাধিক বাচসাস পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কার পান তিনি।