চলছে লোকগানের মহা আয়োজন ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। এশিয়ার সবচেয়ে বড় লোকসঙ্গীতের এই উৎসব শেষ হবে ১৬ নভেম্বর। সংস্কৃতিপ্রিয় মানুষদের পদচারণায় মুখোরিত পুরো রাজধানীর আর্মি স্টেডিয়াম। দল বেঁধে আসছে সব বয়সের মানুষ। আর সেটাকেই কাজে লাগিয়ে এক ব্যতিক্রমী প্রচারণায় নামলেন ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
আগামী ৬ ডিসেম্বর ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। এটা তার প্রথম চলচ্চিত্র। সে লক্ষেই চলছে নানা প্রচার-প্রচারণা। গত শুক্রবার (৮ নভেম্বর) ফার্স্ট লুক প্রকাশ করা হয়।
ফোক ফেস্টে আসা সংস্কৃতিপ্রিয় মানুষগুলো কাছে যাতে সহজে তাদের চলচ্চিত্রে প্রচারণা করা যায় সেভাবেই আর্মি স্টেডিয়ামে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে ‘বিশ্বসুন্দরী’ সিনেমার পোস্টার ও ফেস্টুন। সেসব জায়গায় দেখা যাচ্ছে চিত্রনায়ক সিয়াম আহমেদ, চিত্রনায়িকা পরীমনিসহ ছবি সংশ্লিষ্টদেরকে।
ছবিটি প্রযোজনা করেছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।
‘বিশ্বসুন্দরী’ সিনেমায় মূখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পরীমনি। এছাড়াও বিভিন্ন চরিত্রে আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, আনন্দ খালেদ, মনিরা মিঠু, সীমান্ত, হীরা ও সুজনসহ আরও অনেকে অভিনয় করেছেন।