জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনায় ফেরদৌস-পূর্ণিমা
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের চলচ্চিত্রের রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হবে ৮ ডিসেম্বর। বরাবরের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন জনপ্রিয় দুই তারকা চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও চিত্রনায়িকা পূর্ণিমা।
এ প্রসঙ্গে চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘আমি ও পূর্ণিমা একসঙ্গে বহু ছবিতে অভিনয় করেছি। পাশাপাশি উপস্থাপক হিসেবেও হাজির হয়েছি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চটা সবকিছু থেকে আলাদা। এখানে প্রধানমন্ত্রী ও দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকেন। সেইসঙ্গে চলচ্চিত্রের মানুষের মিলনমেলা এটি। এ রকম একটি অনুষ্ঠানের উপস্থাপক হওয়া গৌরবের।’
চিত্রনায়িকা পূর্ণিমা বলেন, ‘রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ কোনো অনুষ্ঠান উপস্থাপনায় অংশ নেওয়ার আনন্দই অন্যরকম। আশা করছি, জমজমাট একটি অনুষ্ঠান পাবেন সবাই।’
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
পুরস্কার প্রদান শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এতে সঙ্গীত পরিবেশন করবেন খুরশীদ আলম, সামিনা চৌধুরী, মমতাজ, নকীব খান, ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, সাব্বির ও সানিয়া সুলতানা লিজা।
নৃত্য পরিবেশন করবেন অপু বিশ্বাস, ইয়ামিন হক ববি, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, তমা মির্জা এবং ওয়ার্দা রিহাব।