ভিন্নধারার বাংলাদেশের চলচ্চিত্র ‘মাটির প্রজার দেশে’ প্রথমবারের মতো কোনো ভিন্ন ভাষার চলচ্চিত্র হিসেবে দেখানো হবে শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশনে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি রবিবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১০টায় প্রদর্শিত হবে। সিনেমার প্রযোজক আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘মাটির প্রজার দেশে’ বাংলাদেশে শ্রীলঙ্কার হাইকমিশন আয়োজিত চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হয়েছিল। সেখানেই শ্রীলঙ্কার সরকারি কর্তাব্যক্তিরা সিনেমাটি দেখেন এবং তাদের ভালো লাগে যায়। তারা শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ এবং তার সঙ্গে যোগাযোগ করেন। এরপর উভয় দেশের নিয়ম মেনে সিনেমাটি শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশনে দেখানো সিদ্ধান্ত নেয়া হয়।
আরিফুর রহমান এই সুখবরটি বাংলাদেশের সকল চলচ্চিত্র প্রেমী মানুষকে উৎসর্গ করেন।
বিজন ইমতিয়াজ ও আরিফুর রহমান আরিফ নামে তরুণ দুই বন্ধু মিলে সিনেমাটি নির্মাণ করে। এর একজন প্রযোজক, অন্যজন পরিচালক। ১০ বছরের একটি বালকের প্রাপ্তি অপ্রাপ্তি ও সংগ্রামের গল্প বলা হয়েছে এ ছবিতে। যে ঘটনার মাধ্যমে আমাদের সমাজ বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে।
ছবিটিতে নাচ, গান, রোমান্স, অ্যাকশন এমন কিছুই নেই। যা মানুষের চোখ ও মনকে বিনোদিত করতে পারে। উৎফুল্ল করতে পারে। বরং এতে আছে উপলব্ধি।
মাটির প্রজার দেশে সিনেমাটি দু’জন তরুণের নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান গুপী বাঘা প্রডাকশন থেকে নির্মিত। কারও কাছ থেকে কোনো অর্থ সহায়তা না নিয়ে পাঁচ বছর ধরে নিজেদের জমানো টাকা দিয়ে তারা ছবিটি নির্মাণ করে।
২০১৬ সাল থেকে আন্তর্জাতিকভাবে প্রায় ২০ এর অধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ছবিটি। শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা পুরস্কারও পায় ছবিটি।
নির্মাণের প্রায় দুই বছর পর সিনেমাটি দেশে মুক্তি পায়। সম্প্রতি শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার পায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় ছবির অভিনেতা মাহমুদুর রহমান (মাহমুদুর অনিন্দ্য)।
মাহমুদুর ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, কচি খন্দকার, শিউলি আখতার জারিন, চিন্ময়ী গুপ্তসহ আরও অনেকে।
ছবিতে ব্যবহার করা হয়েছে ‘কবিতা’ শিরোনামের একটি গান। অর্ক মুখার্জির কম্পোজিশনে গানে কণ্ঠ দিয়েছেন সাত্যকি ব্যানার্জি। গানটি লিখেছেন গায়ক নিজেই।