নিজস্ব প্রতিবেদক :
বাংলা নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল জাকিয়া বারী মম’র জন্মদিন আজ। ১৯৮৫ সালের ১৯ ডিসেম্বর ঢাকার বাহরামপুরে জন্মগ্রহণ করেন তিনি।
জাকিয়া বারী মম’র জন্মদিনে কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা।
জাকিয়া বারী মম’র বাবার নাম মজিবুল বারী ও মা আয়েশা আক্তার। ব্রাহ্মণবাড়িয়ায় কাটে তাঁর শৈশব। ব্রাহ্মণবাড়িয়ার আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে কবিরুল ইসলাম রতনের কাছে শেখেন নাচ। ১৯৯৫ সালে বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতায় পুরুস্কার লাভ করেন।
২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছেন তিনি। ২০০৭ সালে তৌকির আহমেদের দারুচিনি দ্বীপ চলচ্চিত্রের মাধ্যমে রুপালী পর্দায় তার অভিষেক ঘটে। অভিষেক সিনেমায়ই তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
তাঁর অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে দারুচিনি দ্বীপ, প্রেম করব তোমার সাথে, ছুঁয়ে দিলে মন, আলতা বানু, দহন, মায়া, স্বপ্নের ঘর, স্ফুলিঙ্গ ইত্যাদি।
এছাড়া নীলপরী নীলাঞ্জনা, নীল প্রজাপতি, ভালবাসার চতুষ্কোণ, দ্বিতীয় কুসুম, আশ্রয়, অন্ধকার ঢাকা, স্বর্ণমায়া, বিবর, নীড়সহ অসংখ্য জনপ্রিয় টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তিনি।
চলতি বছরের আলোচিত কন্ট্রাক্ট, মহানগরসহ বেশকিছু ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।
অসাধারণ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কারসহ অনেক সম্মাননা পেয়েছেন তিনি।।
জাকিয়া বারী মম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাট্য এবং নাট্যতত্ত্ব বিভাগে ২০১০ সালে স্নাতক আর ২০১২ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১০ সালের ৩১ মার্চ এজাজ মুন্নাকে বিয়ে করেন তিনি। তাদের একমাত্র ছেলে উদ্ভাস। ২০১৩ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৫ সালের ২০ নভেম্বর চলচ্চিত্র ও নাট্য পরিচালক শিহাব শাহীনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।