গত বছরের একমাত্র ব্যবসা সফল সিনেমার নায়ক ও প্রযোজক শাকিব খান। নতুন বছরের প্রথম দিনেই এলো নতুন খবর। নতুন ২ চলচ্চিত্রে যুক্ত হচ্ছেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার। এর মধ্যে একটি সিনেমার প্রযোজনায়ও থাকবেন তিনি।
২০১৭ সালের হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ সিনেমার জন্য চতুর্থবারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাকিব খান। এবার দেশপ্রেম ও দ্রোহের গল্পে নতুন সিনেমা নির্মাণ করছেন কল্লোল। ছবির নাম ‘কবি’। এই ছবিতে যুক্ত হচ্ছেন শাকিব। শুধু নায়ক হিসেবে নয়, হচ্ছেন ছবির সহ-প্রযোজকও। বিষয়টি নিশ্চিত করছেন তিনি নিজেই।
এ প্রসঙ্গে শাকিব খান জানান, ‘কবি’ সিনেমার গল্প তার খুব ভালো লেগেছে। এতে দেশ প্রেমের বিষয়টি রয়েছে। তিনি এমন গল্পের ছবি করতে চান।
নির্মাতা হাসিবুর রেজা কল্লোল জানান, ‘কবি’ চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। দেশপ্রেমের পাশাপাশি এটি দ্রোহের গল্প। আগামী মার্চে আমরা এই ছবির কাজ শুরু করবো। এখন সিনেমার গানের রেকর্ডিং চলছে।
শাকিব খানের আরেকটি নতুন সিনেমা হচ্ছে ‘লন্ডন লাভ’। এটি পরিচালনা করছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ইফতেখার চৌধুরী। আগামী এপ্রিলে ছবির শুটিং শুরু হবে। চলতি বছর ঈদুল আযহায় সিনেমাটির মুক্তি দেয়া পরিকল্পনা বয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
এদিকে শোনা যাচ্ছে, এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন টলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত জাহান। আর থাকছেন বিদ্যা সিনহা মিম।
এ প্রসঙ্গে নির্মাতা জানান, এই চলচ্চিত্রে এখন পর্যন্ত শুধুমাত্র শাকিব খান চুড়ান্ত হয়েছেন। আর বাকিদের সাথে কথা হয়েছে, এখনও কেউ চুড়ান্ত হয় নি।
শাকিব খানের নতুন সিনেমার জন্য শুভ কামনা। শাকিব খান কে আমরা আবারো কলকাতার সিনেমায় দেখতে চাই