গত বছরের ৯ জুলাই ঢাকায় এসেছিলেন বাংলার বিখ্যাত গায়ক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা অঞ্জন দত্ত। ঢাকার মঞ্চে তিনি প্রথমবার তাঁর নির্দেশনায় নাটক ‘সেলসম্যানের সংসার’ প্রদর্শন করেন। তাঁর পরিবেশনায় ছিলো কিছু গানও। এবারও আবারও ঢাকায় আসছেন অঞ্জন।
মুজিববর্ষ ও ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যদের চাকরিতে প্রবেশের ৭ বছর পূর্তির একটি অনুষ্ঠানে যোগ দিতে ২৪ জানুয়ারি আসছেন তিনি। রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি গাইবেন।
অসংখ্য কালজয়ী গানের স্রস্টা অঞ্জন দত্ত। করেছেন মঞ্চ নাটক, সেখানে নির্দেশনাও দিয়েছেন। তিনি চলচ্চিত্র নির্মাণও করেছেন। চিত্রপরিচালনায় অনন্য তিনি।