
বিশেষ প্রতিবেদক :
দেশের বাণিজ্যিক ধারার চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ২০১৯ সালের একমাত্র ব্যবসা সফল সিনেমার নায়ক ও প্রযোজক এই ঢালিউড সুপারস্টার। গত বছরের দেশি চলচ্চিত্রে হতাশা কাটাতে নতুন বছর নিরলসভাবে কাজ করে যাচ্ছে তিনি।
ইতোমধ্যে তার অভিনীত তিনটি সিনেমার শুটিং শেষ হয়েছে। চলছে নতুন চলচ্চিত্রের কাজ। নতুন বছরে চুক্তিবদ্ধ হয়েছেন বেশ কিছু নতুন চলচ্চিত্রে। নিজের প্রযোজনা সংস্থা থেকেও নির্মাণ করছেন সিনেমা। আরও কিছু ছবি নিয়ে আলোচনা চলছে বেশ কয়েকটি প্রযোজনা সংস্থার সাথে। হয়তো শিঘ্রই সেগুলোর ঘোষণা আসবে। সব মিলিয়ে মনে হচ্ছে, বরাবরের মতো নতুন বছরও হতে যাচ্ছে শাকিবময়।
মুক্তির অপেক্ষায়
শাহেনশাহ : গতবছরই শেষে হয় সিনেমাটির কাজ। মুক্তির ঘোষণাও এসেছিলো। কিন্তু নানা জটিলতায় মুক্তি পায় নি ছবি। শোনা যাচ্ছে, এই বছরের যেকোন এক সময় এটি মুক্তি দেয়া হবে। শাপলা মিডিয়া প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবারের অভিনয় করেছেন চিত্রনায়িক নুসরাত ফারিয়া। এ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখছেন নবাগতা রোদেলা জান্নাত। ছবিতে আরও আছেন চার শক্তিমান অভিনেতা উজ্জ্বল, মিশা সওদাগর, আহমেদ শরীফ ও ডন।
বিস্তারিত জানতে: শাকিব খানের ‘শাহেনশাহ’র সমাপ্তি
বীর : শাকিব খানের এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা কাজী হায়াৎ। এটি তার ক্যারিয়ারের পঞ্চাশতম সিনেমা। সম্প্রতি সিনেমাটির চিত্রধারণ শেষ হয়েছে। ‘বীর’ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলি। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, নাদিমসহ আরও অনেকে। সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন শাকিব খান নিজে। জানা গেছে, ফেব্রুয়ারি কিংবা মার্চে সিনেমাটি মুক্তি পাবে।
আরও খবর : ফেব্রুয়ারিতেই আসছে শাকিব খানের ‘বীর’
ক্রিমিনাল : শাপলা মিডিয়া প্রযোজিত আরেক ছবি শাহীন সুমন পরিচালিত ‘ক্রিমিনাল’। ২০১৮ সালে মহরতের সময় এর নাম ছিলো ‘মাননীয় সরকার একটা প্রেম দরকার’। শুটিয়ের সময় একটু পরিবর্তন করে রাখা হয় ‘একটু প্রেম দরকার’। শুটিং শেষে নতুন নাম রাখা হলো ‘ক্রিমিনাল’। সিনেমাটি এ বছরের ঈদে মুক্তি দেয়া হবে বলে জানা গেছে। শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বুবলি ও মুদুলা। এছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমূখ।
শুটিং চলছে
আগুন : গত বছর আগস্টে বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ সিনেমার শুটিং চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়েন শাকিব খান। ফলে বন্ধ রাখতে হয়েছে ছবির দৃশ্য ধারণ। শিঘ্রই আবার দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে। এই চলচ্চিত্রে শাকিবের নায়িকা ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর প্রথম রানার আপ হওয়া জাহারা মিতু। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, সাদেক বাচ্চু, সুচরিতা, আফজাল শরীফ, রেবেকা রউফ, সুব্রত প্রমূখ।
আরও পড়ুন :
⇒ শাকিব খান অসুস্থ, ‘আগুন’ সিনেমার শুটিং বন্ধ
শিঘ্রই শুরু হবে
বীরশ্রেষ্ঠ সাতজন : ২০১৯ সালের এপ্রিলে পরিচালক এফ আই মানিক মহান স্বাধীনতা যুদ্ধের বীরশ্রেষ্ঠদের নিয়ে ‘বীরশ্রেষ্ঠ সাতজন’ নামে একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন। মুক্ত বিহঙ্গ চলচ্চিত্রের ব্যানারে নির্মিতব্য এই ছবির ইংলিশ টাইটেল হবে ‘সেভেন হিরোজ অব দ্য নেশন’। এতে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান- এমনটাই জানিয়েছিলেন এফ আই মানিক। প্রয়াত কবি সৈয়দ শামসুল হক এই সিনেমার কাহিনী লাইন আপ তৈরি করেছিলেন। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নয়ন নামের এক শিক্ষার্থী চুড়ান্ত কাহিনী ও সংলাপ লিখছেন।
বিস্তারিত খবর :
⇒ বীরশ্রেষ্ঠদের নিয়ে সিনেমা, থাকছেন শাকিব খান
পাসওয়ার্ড-২, ফাইটার ও প্রিয়তমা : গত বছর জুনে শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মসের থেকে চারটি সিনেমার ঘোষণা দেয়া হয়। তখন বলা হয়েছে, ধারাবাহিকভাবে এই সিনেমাগুলো নির্মাণ করা হবে। এর মধ্যে ‘বীর’ সিনেমা শুটিং শেষ হয়েছে। এরপর মালেক আফসারীর ‘পাসওয়ার্ড ২’, বদিউল আলম খোকনের ‘ফাইটার’ এবং হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ নির্মাণ করবেন।
বসগিরি-২ : – ‘বসগিরি’ সিনেমার মুক্তির দুই বছর পর সিক্যুয়েল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান খান ফিল্মস। মূল ছবির মতো ‘বসগিরি-২’ পরিচালনা করবেন শামীম আহমেদ রনি। আর নায়কের ভূমিকায় এবারও থাকছেন শাকিব খান। ১০ সেপ্টেম্বর ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ভারতের হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে ফেব্রুয়ারি মাসে ছবিটির শুটিং শুরু হবে বলে জানানো হয়েছে।
ম্যাগনেট : গত ডিসেম্বরে শাকিবকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন পরিচালক মাহমুদ হাসান শিকদার। ছবির নাম ‘ম্যাগনেট’। তবে এই ছবিতে তার বিপরীতে কে অভিনয় করবেন সেটা এখনও জানা যায় নি। খুব শিঘ্রই চলচ্চিত্রটির কাজ শুরু হবে বলে জানা গেছে।
এদিকে, গতবছর এপ্রিলে জনপ্রিয় পরিচালক জাকির হোসেন রাজুর শাকিব খানকে নিয়ে ২টি সিনেমা নির্মাণের ঘোষণা দেন।
এ সম্পর্কিত আরও খবর :
⇒ শাকিব খানকে নিয়ে জাকির হোসেন রাজুর সিনেমা
নতুন বছরের নতুন সিনেমা
কবি : ২০১৭ সালের হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাকিব খান। এবার দেশপ্রেম ও দ্রোহের গল্পে নতুন সিনেমা নির্মাণ করছেন কল্লোল। ছবির নাম ‘কবি’। এই ছবিতে যুক্ত হচ্ছেন শাকিব। শুধু নায়ক হিসেবে নয়, হচ্ছেন ছবির সহ-প্রযোজকও। আগামী মার্চে এই ছবির কাজ শুরু হবে। এখন সিনেমার গানের রেকর্ডিং চলছে।
লন্ডন লাভ : এই বছরে যুক্ত হওয়া শাকিব খানের দ্বিতীয় সিনেমা হচ্ছে ‘লন্ডন লাভ’। এটি পরিচালনা করছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ইফতেখার চৌধুরী। আগামী এপ্রিলে ছবির শুটিং শুরু হবে। চলতি বছর ঈদুল আযহায় সিনেমাটির মুক্তি দেয়া পরিকল্পনা বয়েছে। শোনা যাচ্ছে, এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন টলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত জাহান। আর থাকছেন বিদ্যা সিনহা মিম। তবে এই চলচ্চিত্রে ছাড়া এখনও কেউ চুড়ান্ত হয় নি।
এ সম্পর্কিত খবর :
⇒ নতুন ২ চলচ্চিত্রে শাকিব খান
ঘোষণা আসছে
গত বছর সেপ্টেম্বরে টিএম ফিল্মসের কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। তারা জানান, শাকিব খানকে নিয়ে তারা ছবি বানাতে চান। ইতোমধ্যে তাদের সাথে শাকিব খানের বৈঠক হয়েছে। সব কিছু ঠিক থাকলে শিঘ্রই নতুন একটি সিনেমার ঘোষণা আসবে। ছবিটির নায়িকা হিসেবে বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরির নাম শোনা যাচ্ছে।
সম্প্রতি গত বছরের ব্যবসাসফল ‘পাসওয়ার্ড’ সিনেমার টেলিভিশন স্বত্ত্ব কিনে নেয় চ্যানেল আই। ওই বৈঠকে ইমপ্রেস টেলিফিল্মের পরবর্তী সিনেমায় শাকিব খানের অভিনয়ের বিষয়ে আলোচনা হয়েছে। ভালো মানের চলচ্চিত্র হলে অভিনয়ের বিষয়ে শাকিব সম্মতি জ্ঞাপন করেছেন।
আরও খবর :
⇒ টেলিভিশনে আসছে শাকিব খানের ‘পাসওয়ার্ড’
‘পাসওয়ার্ড’ সিনেমার ট্রেলার