নিজস্ব প্রতিবেদক :
সময়ের আলোচিত দুই অভিনয়শিল্পী চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমায় তারা জুটি বেঁধে অভিনয় করেছেন। বাপ্পী-ববির নতুন চলচ্চিত্র ‘যুদ্ধ’। এটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা ইফতেখার চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
২০১৬ সালে বাপ্পী-ববি জুটিকে নিয়ে ইফতেখার চৌধুরী নির্মাণ করেন ‘ওয়ান ওয়ে-এক রাস্তা’। এই জুটিকে নিয়ে এটি নির্মাতার দ্বিতীয় ছবি। ইতোমধ্যে সিনেমাটির জন্য উভয়ই চুক্তিবদ্ধ হয়েছেন।

‘যুদ্ধ’ সিনেমায় চুক্তিবদ্ধ হলে বাপ্পী চৌধুরী
বাপ্পী চৌধুরীর আরও খবর :
⇒ মুক্তির অনুমতি পেলো বাপ্পি-অপুর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’
⇒ বাপ্পির নতুন ছবি ‘সিক্রেট এজেন্ট’, নায়িকা উষ্ণ হক
‘যুদ্ধ’ প্রসঙ্গে বাপ্পী চৌধুরী বলেন, ইফতেখার চৌধুরী অ্যাকশন সিনেমা দারুণ নির্মাণ করেন। তার পরিচালনায় ‘ওয়ান ওয়ে’ নামে একটি সিনেমায় কাজ করেছিলাম। আবারও কাজ করছি তার সঙ্গে, ভালো লাগছে। একই সঙ্গে এ ছবির মাধ্যমে বাপ্পী-ববি জুটিকে দর্শকরা দেখতে পাবেন। অনেক টুইস্ট রয়েছে গল্পে। একটি ভালো সিনেমা সবাইকে উপহার দিতে পারবো বলে আমি আশাবাদী।
চিত্রনায়িকা ববি বলেন, ইফতেখার চৌধুরী একজন গুণী পরিচালক। তার হাত ধরেই আমার সিনেমায় আসা। এক সাথে বেশ কিছু কাজও হয়েছে। অন্যদিকে বাপ্পী চৌধুরী সহশিল্পী হিসেবে বেশ ভালো। আবারও আমরা এক সাথে কাজ করতে যাচ্ছি। এই সিনেমার মাধ্যমে দর্শকরা নতুন কিছু পাবে বলে আশা প্রকাশ করেন এই অভিনেত্রী।
চিত্রনায়িকা ববির আরও খবর :
⇒ শুরু হচ্ছে ইমন-ববির ‘আকবর’ সিনেমার শুটিং
⇒ আসছে রোশান-ববির নতুন চলচ্চিত্র ‘মুক্তি’
ওয়ান ওয়ে ছাড়াও আই ডোন্ট কেয়ার ও ইঞ্চি ইঞ্চি প্রেম সিনেমায় এক সাথে কাজ করেছে বাপ্পী-ববি।
নির্মাতা ইফতেখার চৌধুরী জানান, সব অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলী ঠিক করার পর সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তারা। এখন চলচ্চিত্রটির গল্পের কাজ চলছে। বছরের মাঝামাঝি সময়ের ছবির কাজ শুরু করতে পারবেন বলে আশা প্রকাশ করে নির্মাতা।
আবদুল্লাহ জহির বাবু অ্যাকশন ঘরানার এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন।
সম্প্রতি বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাস অভিনীত এবং দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমা সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সেন্সর বোর্ড কর্তৃক ছাড়পত্র লাভ করেছে। খুব শিঘ্রই সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে। এছাড়াও বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
এদিকে সম্প্রতি জনপ্রিয় নির্মাতা সৈকত নাসির পরিচালিত ‘আকবর: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে শুটিং শুরু করেছেন চিত্রনায়িকা ববি।