দেড় বছর পর আবার নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন বাপ্পারাজ। সর্বশেষ ‘পোড়ামন ২’ সিনেমায় কাজ করেছিলেন জনপ্রিয় এই নায়ক। এবার সাফিউদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে এই অভিনেতা জানান, সোমবার (২৭ জানুয়ারি) থেকে এফডিসিতে ‘সিক্রেট এজেন্ট’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
সিনেমাটি ও নিজের চরিত্র সম্পর্কে বাপ্পারাজ বলেন, বেশ ভালো একটি গল্প। আমার চরিত্রটি দর্শকের জন্য বিশেষ চমক হিসেবে থাকবে। কী সেই চমক তা এখনই বলছি না। শুধু বলছি এখানে দর্শক আমাকে পুলিশ কমিশনারের চরিত্রে দেখবেন।
অভিনয়ে নিয়মিত হওয়ার ইঙ্গিত দিয়ে তিনি জানান, এ বছরের প্রথম সিনেমা হিসেবে ‘সিক্রেট এজেন্ট’ চলচ্চিত্রে অভিনয় করলেন তিনি। তার কাছে আরও বেশ কিছু ছবির প্রস্তাব আছে। সেখান থেকে বাছাই করে তিনি কিছু সিনেমায় অভিনয় করবেন। শিঘ্রই সেই চলচ্চিত্রগুলো ঘোষণা আসবে বলে জানান তিনি।
১৯৮৬ সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘চাঁপাডাঙার বউ’ চলচ্চিত্রে মাধ্যমে ঢাকাই সিনেমায় পর্দাপন করেন বাপ্পারাজ। তিন দশকের বেশি সময়ে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। অভিনয় গুনে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। এছাড়া পরিচালনা ও প্রযোজনাও করেছেন তিনি।
নির্মাতা সাফিউদ্দিন সাফির পঁচিশতম সিনেমা ‘সিক্রেট এজেন্ট’। এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরীও নবাগত উষ্ণ হক। গত রোববার (২৬ জানুয়ারি) থেকে এফডিসিতে সিনেমাটির চিত্রধারণ শুরু হয়েছে।