নিজস্ব প্রতিবেদক :
সঙ্গীতশিল্পী থেকে ছোটপর্দায় জনপ্রিয় হন অভিনেতা তাহসান খান। বিজ্ঞাপন ও চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। এদিকে শোবিজের জনপ্রিয় মুখ মডেল ও উপস্থাপিকা মারিয়া নূর। ছোটপর্দায় অভিনয়ও করেছেন তিনি। ভালোবাসা দিবসে আসছে তাহসান-মারিয়া জুটি । নাটকে প্রথমবারের মতো জুটি বাঁধছেন জনপ্রিয় এই দুই তারকা।
ইউটিউব চ্যানেল ক্লাব ইলেভেনে ভালোবাসা দিবসে দেখা যাবে এই জুটির নাটক ‘ভ্যালেন্টাইন ডে ২০২০’। নির্মাণ করছেন সময়ের মেধাবী নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ।
অভিনেতা তাহসান খান ও মারিয়া নূরকে নিয়ে নির্মিত এই নাটকটি নিয়ে বেশ আশাবাদি পরিচালক। তিনি জানান, কাজটা অনেক ভালো হয়েছে। দর্শকরা এই নাটক বেশ পছন্দ করবে।
‘ভ্যালেন্টাইন ডে ২০২০’ প্রসঙ্গে মারিয়া নূর জানান, পূর্বাচল এলাকায় নাটকটির দৃশ্যধারণ হয়েছে। আরও কিছু অংশের কাজ বাকি আছে। মঙ্গলবার বাকি শুটিংয়ের কাজ শেষ হবে।
তিনি বলেন, বিশ্ব ভালোবাসা দিবসের নাটক বলে প্রেম আছেই। কিন্তু প্রেমটা একটু ভিন্ন রকমের। কিছু সিচুয়েশনাল কমেডিও রয়েছে এ নাটকে।
নাটকটিতে দুষ্টু ও আহ্লাদী মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মারিয়া নূর।
⇒ ‘ভ্যালেন্টাইন ডে ২০২০’ নাটকের ট্রেলার
বর্তমানে মারিয়া নূর ওয়েব কনটেন্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় রয়েছেন। পাশাপাশি উপস্থাপনাটাও চালিয়ে যাচ্ছেন বেশ ভালোভাবেই। মাঝে মধ্যে দুই একটা নাটকেও কাজ করেন। তবে নাটকের সংখ্যাটা খুবই কম। বেশ কিছু বিজ্ঞাপণে কাজ করছেন তিনি।
তাহসান খান নিয়মিত গান করছেন। করছেন নাটকও। এছাড়া মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমায় কাজ করছেন। গত বছর মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘যদি একদিন’। সিনেমাটির মাধ্যমে টলিউডে বেশ আলোড়ন তৈরি করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী।
সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের আরও খবর :
⇒ ভালোবাসা দিবসের নাটক ‘ভালোবাসাবাসি’তে তাহসান-পূর্ণিমা
⇒ ফারুকী-নওয়াজউদ্দিনের সাথে তাহসান