নিজস্ব প্রতিবেদক :
শুরুটা হয়েছিলো মডেলিং দিয়ে। এরপর ছোটপর্দার ফিকশনে নিজের অবস্থান তৈরি করেন। এক সময় জায়গা করে নেন বড়পর্দায়। ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। একের পর এক সিনেমায় অভিনয় করে এখন সব সময় থাকেন খবরের শিরোনামে। দেশের সীমানা পেরিয়ে পশ্চিম বাংলার সিনেমায় অভিনয় করেছেন। সেখানেও পেয়েছেন জনপ্রিয়তা। আমেরিকা থেকে অভিনয়ের উপর নিয়েছেন প্রশিক্ষণ। অভিনেতা হিসেবে নিজেকে ছাড়িয়ে যেতে চান তিনি।
আজ আরিফিন শুভর জন্মদিন। ১৯৮২ সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামে তাঁর জন্ম। এদিনে কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে চিত্রনায়ক শুভর জন্য রইলো জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
সর্বশেষ আরিফিন শুভ অভিনীত পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ২ পর্বের এই সিনেমার প্রথম কিস্তি বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে একযোগে মুক্তি পায়। শুধু বাংলাদেশ নয়, বিদেশের মাটিতেও বেশ প্রশংসা কুঁড়াচ্ছে সিনেমাটি।
এরআগে মুক্তি পায় গোলাম সোহরাব দোদুল পরিচালিত আলোচিত সিনেমা ‘সাপলুডু’। তার অভিনীত কলকাতার সিনেমা ‘আহা রে’ নিয়েও ছিলেন বেশ আলোচনায়। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হয় সিনেমাটি।
এছাড়া আরিফিন শুভ অভিনীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ নির্মাণাধীন রয়েছে। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি পরিচালনা করছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।
চিত্রনায়ক আরিফন শুভর আরও খবর :
⇒ ‘মিশন এক্সট্রিম’ সিনেমার জয়ধ্বনি অব্যহত
⇒ সবাইকে ‘মিশন এক্সট্রিম’ দেখতে বললেন শাকিব খান
তাঁর প্রথম সিনেমা ‘জাগো’ মুক্তি পায় ২০১০ সালে। ছবিটি পরিচালনা করেন খিজির হায়ত খান। এরপর ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ সিনেমায় শাকিব খান ও জয়া আহসানের সাথে খলচরিত্রে অভিনয় করেন। এছাড়া অধিকাংশ সিনেমায় মূখ্য চরিত্রে অভিনয় করেন।
২০০৫ সালে শুরু করেন মডেলিং। ২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকীর হ্যাঁ-না নাটকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। এরপর অভিনয় করেন টেলিভিশন নাটক ইজ ইকুয়াল টু ধারাবাহিকসহ অসংখ্য নাটকে।
এছাড়া তিনি বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হন। যেগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। মিস্টার কুকিজের বিজ্ঞাপনে তার সহশিল্পী ছিলেন নুসরাত ফারিয়া, যমুনা গ্রুপের বিজ্ঞাপনে কাজ করেন নাদিয়া নদীর সাথে। প্রাণ আপের বিজ্ঞাপনে জনপ্রিয় নায়িকা পরীমনি ছিলেন আরিফিন শুভ’র সঙ্গে।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- জাগো, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, অগ্নি, মন বোঝেনা, তারকাঁটা, ছুঁয়ে দিলে মন, অস্তিত্ব, নিয়তি, ঢাকা অ্যাটাক, ভালো থেকো, একটি সিনেমার গল্প, সাপলুডু এবং আহা রে।
২০১৯ সালের ডিসেম্বরে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ঢাকা অ্যাটাক সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শুভ।
আরও পড়ুন : অপরাধ হলে ক্ষমা চাই – ভিডিওবার্তায় শুভ
এছাড়া ২০১৩ সালে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমার জন্য তারকা জরিপে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন শুভ। ২০১৪ সালে তারকাঁটার জন্য সমালোচক পুরস্কার, ২০১৫ সালে ছুঁয়ে দিলে মন সিনেমার জন্য দু’টি ক্যাটাগরিতে পুরস্কার পান।
২০১৬ সালে মুসাফির সিনেমার জন্য তারকা জরিপে মেরিল প্রথম আলো পুরস্কার পান। এছাড়া ২০১৭ সালে ঢাকা অ্যাটাক সিনেমার জন্য একই ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেন শুভ।
আরিফিন শুভ ২০১৫ সালে বিয়ে করেন। তার স্ত্রী ফ্যাশন ডিজাইনার অর্পিতা সমাদ্দার।