নিজস্ব প্রতিবেদক :
টেলিভিশন নাটকের দুই জনপ্রিয় তারকা আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। জুটি হিসেবেও তারা ব্যাপক জনপ্রিয়। আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আসছে নিশো-মেহজাবিনের নাটক ‘শিফট’। নাটকটির গল্প ভাবনা নিশোর নিজের। এটি রচনা করছেন ইশতিয়াক অয়ন। পরিচালনা করছেন সঞ্জয় সমদ্দার।
গল্পে দেখা যাবে, সুখী দম্পতি মতি ও মায়া। তারা একই প্লাস্টিক কারখানায় চাকরি করেন। কর্মস্থল এক হলেও দু’জনের কাজের সময় মানে শিফট আলাদা। এর কারণে তাদের একে অপরের সাথে দেখা হওয়াটা বেশ মুশকিল! একই সময় কাজ করতে না পারায় তাদের বড় আপসোস।
হঠাৎ একদিন মতি মায়াকে ভীষণ মিস করছিলেন। তাই মায়ার ডিউটি চলাকালে তিনি কারখানায় যান। সেখানে গিয়েই দু’জনের জীবনে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নেমে আসে। ভয়াবহ ভবন ধসের কবলে তাদের দুইজনকেই পড়তে হয়। এরপর মতি-মায়ার সুখী জীবনে নেমে আসে কালো মেঘের ছায়া ….. এমন এক করুণ পরিণতির গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘শিফট’ নাটক।
নাটকটিতে মতি চরিত্রে অভিনয় করবেন আফরান নিশো। আর মায়া চরিত্রে দেখা যাবে মেহজাবিন চৌধুরীকে।
আরও পড়ুন : ভালোবাসা দিবসে নিশো-মেহজাবিনের নাটক ‘প্রতিদিন’
‘শিফট’ প্রসঙ্গে নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ‘জীবনের অন্তিম মুহূর্তে ভালোবাসার মানুষের প্রতি মানুষের অনুভূতি কেমন থাকে, তা নাটকটি দেখলে বোঝা যাবে। নিশো-মেহজাবীন যখন ধসে চাপা পড়ে, তখন পরস্পরের প্রতি টান ও তাদের শেষ সময়কার হাহাকার দেখানো হয়েছে নাটকে। দর্শক যখন নাটকটি দেখবেন, তখন বুঝবে জীবনের একেবারে সঙ্কটকালে প্রিয় মানুষের প্রতি কত ভালোবাসা অনুভূত হয়।
তিনি জানান, এমন একটি গল্প ক্যামেরায় তুলে আনা বেশ কঠিন ছিলো। নিশো আর মেহজাবিন দু’জনেই তাদের সেরাটা দিয়ে অভিনয় করেছেন। আমার দৃষ্টিতে নাটকটি দারুণ হয়েছে। এটি সবার ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন এই নির্মাতা।
ইতোমধ্যেই নাটকটির দু’টি পোস্টার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভবন ধসে চাপায় রক্তাক্ত নিশো-মেহজাবীনের পোস্টার দু’টি রীতিমত চমকে দিয়েছে সবাইকে।
‘শিফট’ নাটকটি প্রযোজনা করছেন ফয়সাল আজাদ। নির্মিত হচ্ছে স্বদেশ এন্টারটেইনমেন্টের ব্যানারে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে নাটকটি প্রচারিত হবে। কিছুদিন পরে ইউটিউবেও প্রকাশ করা হবে বলে জানা গেছে।
⇒ ‘শিফট’ নাটকের প্রোমো