বিশ্বব্যাপী করোনা ভাইরাসে স্থবির সবকিছু। এমনকি শোবিজ অঙ্গন এখন থমথমে। হলিউড থেকে শুরু করে বিশ্বের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি, থিয়েটার, প্রেক্ষাগৃহ, শুটিং, ফ্যাশন শো সব বন্ধ। প্রতিদিন মারা যাচ্ছে অসংখ্য মানুষ। আর এই মরণব্যাধি করোনা ভাইরাসে মারা গেছে অসংখ্য তারকা।
শোবিজ অঙ্গনের যে সব তারকা শিল্পী, নির্মাতা, গায়ক-গায়িকা, অভিনেতা-অভিনেত্রীসহ খ্যাতিমানরা যারা ইতিমধ্যে মারা গেছেন তাদের মধ্যে আছেন মার্কিন রক ব্যান্ড ফাউন্টেইনস অব ওয়েইন-এর সহ-প্রতিষ্ঠাতা এবং গীতিকার অ্যাডাম সেলেসসিঞ্জার। ১ এপ্রিল নিউ ইয়র্কের একটি হাসপাতালে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫২ বছরে মারা যান। তিনি এর আগে এক সপ্তাহ ভেন্টিলেশনে ছিলেন।
হলিউডের বিখ্যাত অভিনেতা অ্যান্ড্রু জ্যাক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৬ বছর বয়সে মারা গেছেন। লন্ডনের একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি প্রায় ৮০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। জ্যাক হলিউডের জনপ্রিয় ফিল্ম সিরিজ ‘স্টার ওয়ারস’ এ অভিনয় করে খ্যাতি অর্জন করেন।
এদিকে নাট্যকার টেরেস ম্যাকনালি এইডস এবং ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন অনেকদিন ধরেই। কিন্তু করোনাভাইরাসেই শেষমেষ আক্রান্ত হলেন। ৮১ বছর বয়সে মারা গেছেন তিনি।
জনপ্রিয় অভিনেতা মার্ক বাম গত ২৫ মার্চ ৬৯ বছর বয়সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তিনি ‘ক্রোকোডাইল ডানডি’ ও ‘ডেসপারেটলি সিকিং সুসান’ সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন।
জাপানের জনপ্রিয় কমেডিয়ান কেন শিমুরা। তিনি গত ২৯ মার্চ করোনায় আক্রান্ত ৭০ বছর বয়সে মারা গেছেন। তিনি বাংলাদেশে কাইশ্যা নামে পরিচিত ছিলেন।
বিশিষ্ট সুরকার ও গীতিকার অ্যালান মেরিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৯ মার্চ মারা গেছেন। ৬৯ বছর বয়স হয়েছিলো তাঁর। তিনি ‘আই লাভ রক অ্যান্ড রোল’ গানের জন্য অনেক জনপ্রিয় ছিলেন। এই গানের সহ-গীতিকার ছিলেন তিনি।
অভিনেতা ও উপভাষা শিক্ষক অ্যান্ড্রু জ্যাকের লন্ডনের একটি হাসপাতালে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর।