নির্মিত হলো করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতামূলক কার্টুন সিরিজ । সাধারণ মানুষকে সচেতন করে তুলতে দশ পর্বের এই ওয়েব সিরিজটি নির্মাণ করা হয়েছে। ওয়েব সিরিজটি নাম ‘করোনা কাল’। এটি নির্মাণ করেছেন আকতারুল আলম তিনু। নির্মাণের পাশাপাশি থ্রিডি অ্যানিমেশন ও সম্পাদনার কাজও করেছেন তিনি।
কার্টুন সিরিজটি বাংলা ভাষায় নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ কীভাবে ছড়িয়ে পড়ে এবং কীভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায় এসব বিষয় তুলে ধরা হয়েছে বলে জানান নির্মাতা আকতারুল আলম তিনু।
নির্মাতা জানান, সোমবার ওয়েব সিরিজটির প্রথম পর্ব ইউটিউবে প্রকাশ করা হয়েছে। বাকি পর্বগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।
মোট কত পর্বের হবে সিরিজটি এমন প্রশ্নে তিনু জানান, আপাতত ১০ পর্বে শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে পর্বের সংখ্যা বাড়ারও সম্ভাবনাও রয়েছে।
কার্টুন সিরিজটির গল্প ভাবনায় রয়েছে টিম আট। এতে কণ্ঠ দিয়েছেন আকতারুল আলম তিনু, মার্জিয়া নাহার শাওনা এবং মঈনুল ইসলাম সাইদী।
‘করোনা কাল’ ওয়েব সিরিজটি সি-মিউজিক মোশনের ব্যানারে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। ইনফ্রিকুয়েন্ট ক্রিয়েশন এটি প্রযোজনা করেছে।