হোম কোয়ারেন্টিনে আলাদা থেকেই অনলাইনে এক হলেন পুরো বিশ্বের তারকারা। বিশ্বের নামকরা সঙ্গীতকার, অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে ক্রিকেটার-ফুটবলাররাও এক হন অনলাইনের একটি অনুষ্ঠানে। দুই ঘন্টাব্যাপী অনুষ্ঠানে পুরো বিশ্বের প্রায় শতাধিক তারকা অংশ নেন এই অনুষ্ঠানে।
‘ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’ শীর্ষক অনুষ্ঠানটি ১৯ এপ্রিল ভোরে যুক্তরাষ্ট্রের এনবিসি, এবিসি ও সিবিএসসহ বিভিন্ন দেশের টিভি চ্যানেল ও ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। এছাড়া বেশ কয়েকটি স্ট্রিমিং ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারেও প্রচার করা হয় অনুষ্ঠানটি।
‘পৃথিবীতে সবাই পরস্পর নির্ভরশীল’ শিরোনামের অনুষ্ঠানে তুলে ধরা হয় তারকাদের বক্তব্য ও গান। করোনা ভাইরাসের সঙ্গে লড়তে বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীসহ সেবা প্রদানকারীদের প্রশংসা করতেই এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে গান গেয়ে শোনান লেডি গাগা, টেলর সুইফট, বিলি আইলিশ, জেনিফার লোপেজ, স্যার এলটন জন, স্যার পল ম্যাককার্টনি, দ্য রোলিং স্টোনস ব্যান্ড, বিয়ন্সে, শেরিল ক্রোসহ আরও নামকরা সঙ্গীতশিল্পীরা। লকডাউনের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেকে নিজেদের ঘরে বসে গান গেয়েছেন ও বাজিয়েছেন। সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও অলাভজনক সংস্থা গ্লোবাল সিটিজেনের নেতৃত্বে স্মরণীয় এই কনসার্ট তত্ত্বাবধান করেন আমেরিকান পপতারকা লেডি গাগা। অনুষ্ঠানটিকে তিনি পৃথিবীর তরে একটি প্রেমপত্র হিসেবে দেখছেন।
ছিলেন বলিউপর বাদশাহ শাহরুখ খান ও বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড বাদশা চলমান সংকটে হতদরিদ্রদের জন্য অনুদানের গুরুত্ব তুলে ধরেন। শাহরুখ তার বক্তব্যে বলেন, ভারতে ১০০ কোটির বেশি মানুষ বাস করে। এদেশে স্বাভাবিকভাবেই করোনার মতো মহামারী ব্যাপক প্রভাব বিস্তার করেছে।
এই পরিস্থিতিতে শাহরুখ দেশবাসীর পাশে দাঁড়িয়েছেন এবং একই সাথে পিপিই কিট, কোয়ারেন্টাইন সেন্টারের সুবিধা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন বলে উল্লেখ করেন।
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সবাইকে ঘরে নিরাপদে থেকে ঐক্যবদ্ধ অবস্থানে থাকার আহ্বান জানান।