করোনা ভাইরাসের থাবায় লকডাউন পুরো বিশ্ব। এ ধারায় পুরো দুনিয়ার মানুষ বন্দি ঘরে। অনেকে গৃহবন্দি এ অবসর সময়কে কাজে লাগিয়ে নিজেদের সৃজনশীলতার চর্চা করছেন। কেউ ছবি আঁকেন, কেউ গান করেন, কেউ আবার অভিনয় ও টিকটক করেন।
এ সময় বলিউডের ভাইজানখ্যাত সুপারস্টার অভিনেতা সালমান খান এখন আছেন মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলার পানভেলেতে নিজের ফার্মহাউজে। আর লকডাউন পরিস্থিতিতে অবসর যাপনে সালমান এবার গাইলেন গান।
এই গানের মিউজিক ভিডিও নির্মাণও করলেন তিনি। গানটির শিরোনাম ‘প্যায়ার করোনা’! সোমবার ইউটিউবে মুক্তি পায় ‘মানসিক দূরত্ব নয়, সামাজিক দূরত্ব বজায় রাখুন’- এমন কথার গানটি। গানটি প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে গানটি। ইউটিউবেও এখন পর্যন্ত সাড়ে তিন লাখ ছাড়িয়েছে লাইক সংখ্যা।
এদিকে বলিউড বাদশাহ শাহরুখ খান সালমানের এই গানে প্রশংসায় পঞ্চমুখ। তিনি টুইটারে একটি লাইভ সেশনে অংশ নিয়ে সালমানের গান সম্পর্কে বললেন-‘ভাই কামাল কা সিঙ্গেল অউর সিঙ্গার হ্যায়।’
হুসাইন দালালের সঙ্গে যৌথভাবে সালমান খান নিজে লিখেছেন গানের কথা। গানটি কম্পোজ করেছেন সাজিদ ও ওয়াজিদ। তবে সালমান খান এর আগেও গান গেয়েছেন। নিজের অভিনীত ও প্রযোজিত সিনেমায় সালমান খানের নিজের কন্ঠে গাওয়া গান রয়েছে।
এদিকে লকডাউনে ঘরে বসে অবসর সময় কাটাচ্ছেন পুরো বিশ্বের তারকারাও। এ সময় তারা অনলাইনে ভক্তদের সময়ও দিচ্ছেন। গত ১৯ এপ্রিল সারাবিশ্বের তারকারা এক হয়েছিলেন অনলাইন প্লাটফর্মে। হলিউড ও বলিউডের অভিনয়শিল্পী থেকে গানের বড় বড় তারকারা এসেছিলেন একসাথে। নিজ নিজ ঘরে থেকে শুনিয়েছেন গান। ভক্তদের একটু আনন্দ দিতে করেছেন অনেক কিছু।