করোনা ভাইরাসে অসহায় মানুষের জন্য অনলাইনে চলচ্চিত্র উৎসব
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্ব। স্থবির হয়ে আছে সবকিছু। অসহায় হয়ে পড়েছে মানুষ। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা এখন অসহায়। সরকারি-বেসরকারি সহায়তার পাশাপাশি বিনোদন জগতের মানুষেরাও এগিয়ে এসেছে এ সব মানুষের পাশে। এবার এ সব অসহায় মানুষের জন্য অনলাইনে চলচ্চিত্র উৎসব আয়োজন করেছে ‘ফিল্ম ফর হিউমিনিটি’ নামে একটি সংগঠন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা মিলে গড়ে তুলেছে এই প্লাটফর্ম।
এ আয়োজনের অন্যতম নির্মাতা ও প্রযোজক জসীম আহমেদ জানিয়েছেন, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিদ্যানন্দ’ এ আয়োজনের সঙ্গে রয়েছেন। এ চলচ্চিত্র উৎসবে জমা হওয়া ছবিগুলো আন্তর্জাতিক প্লাটফর্ম ভিমিয়োতে প্রদর্শনী হবে। সেখানে অন ডিমান্ড রেন্টাল সিস্টেমে দর্শকরা পৃথিবীর যে কোন প্রান্ত থেকে সিনেমাগুলো দেখতে পাবেন। এ প্রদর্শনী হতে প্রাপ্ত পুরো অর্থ বিদ্যানন্দ ফাউন্ডেশনকে দেওয়া হবে। যারা অসহায় দুস্থদের সহায়তায় শুরু থেকে কাজ করছেন।
জসীম আহমেদ জানান, প্রত্যেক চলচ্চিত্র নির্মাতাকে ভিমিয়ো থেকে প্রাপ্ত অর্থের পুরো হিসাব জানানো হবে। কোথায় বা কোন প্রক্রিয়ায় অসহায় মানুষ ও প্রাণীদের এই অর্থ দান করা হচ্ছে তার অফিসিয়াল ডকুমেন্টস ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে। এছাড়াও আয়োজনের ইভেন্ট গ্রুপেও বিষয়গুলো সম্পর্কে প্রকাশ করা হবে।
জানা গেছে, ইতিমধ্যে দেশের আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা ও দেশের নবীন নির্মাতাসহ দেশ বিদেশের প্রায় ২৫ টি চলচ্চিত্র প্রদর্শনীর জন্য জমা পড়েছে। আগামী ১০ মে পর্যন্ত চলচ্চিত্র জমা নেওয়া হবে। ১ মে থেকে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়ে তা ৩০ জুন পর্যন্ত চলবে।