প্রকাশিত হলো বাংলা গানের যুবরাজ সঙ্গীতশিল্পী আসিফ আকবরের নতুন ২ ইসলামি গান। একটি গান প্রকাশ করা হয় গত শনিবার। অপরটি আজ বুধবার প্রকাশ করা হয়। গান দু’টি ভিডিও আকারে ইউটিউবে মুক্তি দেয়া হয়েছে।
৬ মে (বুধবার) ‘পথ দেখাও হে প্রভু’ শিরোনামের গানটি মুক্তি পায়। লুৎফর হাসান গানটির গীতিকার। সুরও তারই করা। দেশের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)’ থেকে প্রকাশিত এই গানটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
এর আগে গত ২ মে (শনিবার) ‘মাহে রমজান এলো’ শিরোনামের অপর গানটি প্রকাশিত হয়। গানটির কথা লিখেছেন কামরুল ইসলাম হুমায়ুন। সুরও করেছেন তিনি। আর্ব এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে আসিফ আকবর-এর নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করা হয়।