রবীন্দ্রনাথের ১৫৯তম জন্মজয়ন্তী আগামীকাল ২৫ বৈশাখ (৮ মে)। এ উপলক্ষে কণ্ঠশিল্পী অণিমা রায়ের দু’টি গান প্রকাশ পাচ্ছে। একটি একক ও অন্যটি সমবেত গান।
‘আগুনের পরশমণি’ নামের একক গানটি ইমপ্রেস অডিও থেকে প্রকাশ পাচ্ছে। দেবজ্যোতি মিশ্র এর সঙ্গীতায়োজন করেছেন।
চলমান এই করোনা সংকটে গানটি একটা বোধের জায়গা তৈরি করবে বলে জানান অণিমা রায়। সেই ভাবনা থেকে রবীন্দ্রনাথের বিখ্যাত এই গানকে বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, গানটিকে ঘিরে তৈরি ভিডিওতে সমসাময়িক হাহাকারকে প্রাধান্য দেওয়া হয়েছে।
আগুনের পরশমণি ছাড়াও অণিমা রায় পরিচালিত সুরবিহার অনলাইন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি সমবেত রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন তিনি।
তানভীর তারেক-এর সঙ্গীতায়োজনে ‘হে নুতন’ শিরোনামের গানটি একটি সম্মিলিত কাজ। এ কাজটি দারুণভাবে করা হয়েছে বলে জানিয়েছেন অণিমা রায়।
তিনি বলেন, অণিমা রায় পরিচালিত অনলাইন মিউজিক স্কুলের সব ছাত্রছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গানটি তৈরি করা হয়েছে। এ গানে বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইংল্যান্ডসহ মোট ৬টি দেশের প্রায় অর্ধশত ছাত্রছাত্রী এতে অংশ নিয়েছে।
গানটি সুরবিহার মিউজিক ও আর্ট স্কুলের অফিসিয়াল ফেইসবুক পেইজে প্রকাশ করা হবে বলেও জানান অণিমা রায়।