মা দিবসে চলচ্চিত্র নির্মাতা শাহাদাত রাসএল নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ইনভিজিবল কোয়ারেন্টিন’ মুক্তি পেলো। বোহেমিয়ান ব্রাদার স্টুডিও’র ইউটিউব চ্যানেলে রবিবার (১০ মে) ছবিটি অবমুক্ত করা হয়।
সিনেমাটির কাহিনী গড়ে উঠেছে এক নি:সঙ্গ মায়ের জিজ্ঞাসাকে ঘিরে। মায়ের প্রশ্ন ‘ভাইরাস চলে গেলে সবারই তো কোয়ারেন্টিন শেষ। কিন্তু আমার কোয়ারেন্টিন কবে শেষ হইবো?’
লকডাউন মা দিবসের সিনেমা এটি-এমনটাই জানিয়েছেন নির্মাতা শাহাদাত রাসএল। তিনি জানান, ৭ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের সিনেমাটি এক টেকে শুট করা হয়েছে।
জেবুন্নেসা টুনটুনির একক অভিনয়ে এর সাউন্ড, এডিটসহ সব কাজই হয়েছে যার যার ঘরে বসে।
‘আনভিজিবল কোয়ারেন্টিন (অদৃশ্য কোয়ারেন্টিন)’ ছবিটির প্রযোজনা করেছেন নির্ঝর চৌধুরী। ছবিটির সঙ্গীতায়োজনও করেছেন নির্ঝর চৌধুরী।
শাহাদাত রাসএল এর চিত্রনাট্য ও পরিচালনায় চিত্রগ্রহণ করেছেন অনন্য নিশি, সম্পাদনায় মুহাম্মদ শিহাব, শিল্প নির্দেশনায় শারমিন জাহান অর্পি।