পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বল্প আয়ের শিল্পীদের আর্থিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। করোনা ভাইরাসের প্রকোপে চলচ্চিত্রের সব পর্যায়ের কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্বল্প আয়ের শিল্পীরা। আর তাই এ সব শিল্পীদের আর্থিক সহায়তা দিচ্ছেন স্বচ্ছল তারকা শিল্পীরা। এবার শিল্পী সমিতির পক্ষ থেকে তাদের সহায়তো দেয়ার ঘোষণা দিয়েছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান।
এ বিষয়ে সমিতির সভাপতি মিশা সওদাগর জানান, করোনার প্রভাব শুরু হওয়ার পর থেকেই শিল্পী সমিতি অস্বচ্ছলদের সহায়তার চেষ্টা করে যাচ্ছে। সবাইকে বলবো আপনিও আপনার পাশের মানুষটির খবর নিন। অসহায়দের সাহায্য করুন।
সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে স্বল্প আয়ের শিল্পীদের জন্য আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে। প্রতিবছরই স্বল্প আয়ের শিল্পীদের সহায়তা করা হয়। এবার করোনার প্রকোপে তারা আরও অসহায় হয়ে পড়েছেন। এ জন্য এবারে আরও চার থেকে পাঁচ গুণ বেশি শিল্পীকে এ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিল্পী সমিতির পক্ষ থেকে।
এদিকে এর আগে সমিতি শিল্পীদের পাশে দাঁড়িয়েছে করোনাকালের শুরু থেকেই। সবার ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছে তারা। শিল্পী সমিতির স্লোগান: ‘যত দিন করোনা, তত দিন ঘরে বসেই খাবার পাবে শিল্পীরা।’
ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি জরুরি চিকিৎসা দিতে মেডিকেল টিম গঠন করেছে। চলচ্চিত্রের শিল্পীরা ফোনের মাধ্যমে এই সেবা নিতে পারছেন। কেউ গুরুতর অসুস্থ হলে তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে।
এদিকে চলচ্চিত্র তারকাদের মধ্যে চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক অনন্ত জলিল, চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিপুণ, মিস্টি জান্নাত, অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, ইয়ংস্টার টিমসহ অনেকেই নিজ উদ্যোগে অস্বচ্ছল শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন। করোনাকালীন সময়ে সবার খোঁজ-খবর নিচ্ছেন তারা।