বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিকের ঈদ আয়োজনে এবার দেখানো হবে হলিউডেরে ৭টি জনপ্রিয় সিনেমা। বাংলায় ডাবিং করে দেখানো হবে সিনেমাগুলো। টেলিভিশনের অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বিষয়টি জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, ঈদের দিন থেকে ৭দিনে ৭টি হলিউডের সিনেমা দেখানো হবে। প্রতিদিন রাত ১০টা ৫০ মিনিট থেকে সিনেমাগুলো প্রদর্শিত হবে।
সিনেমাগুলো হচ্ছে, স্পাইডারম্যান, স্পাইডারম্যান-২, চার্লিস অ্যাঞ্জেল-১, চার্লিস অ্যাঞ্জেল-২, টার্মিনেটর-৩, টার্মিনেটর সালভেশন এবং দ্য মাস্ক অব জরো।
স্পাইডারম্যান সিনেমাটি ২০০২ সালে মুক্তি পায়। স্পাইডারম্যান-২ সিনেমা ২০০৪ সালে মুক্তি পায়। সিনেমা দুটি নির্মাণ করেন স্যাম রেইনি।
টার্মিনেটর থ্রি: রাইজ অব দ্য মেশিনস মুক্তি পায় ২০০৩ সালে। টার্মিনেটর সালভেশন মুক্তি পায় ২০০৯ সালে।
‘চার্লিস অ্যাঞ্জেলস’ দুর্ধর্ষ তিন সুন্দরীর সিনেমা। ১৯৭৬ থেকে ১৯৮১ সাল পর্যন্ত টেলিভিশনের জনপ্রিয় একটি সিরিজ ছিলো এটি। তবে ২০০০ সালে এটি মুক্তি পায় বড় পর্দায়। সিনেমাটি নির্মাণ করেন জোসেফ ম্যাকগিন্টি নিকোল। ২০০৩ সালে মুক্তি পায় এর সিকুয়েল চার্লিস অ্যাঞ্জেলস: ফুল থ্রটল। সিনেমা দুটিতে তিন সুন্দরীর ভূমিকায় অভিনয় করেছেন ডিউ ব্যারিমোর, ক্যামেরন ডায়াজ ও লুসি লিউ।
১৯৯৮ সালে মার্টিন ক্যাম্পবেল নির্মিত ‘দ্য মাস্ক অব জরো’ সিনেমাটি মুক্তি পায়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, আন্তোনিও বান্দেরাস, অ্যান্থনি হপকিন্স, স্টুয়ার্ট উইলসন প্রমুখ।