করোনাকালে প্রথমবারের মতো ঘরবন্দি ঈদ আয়োজন করতে হচ্ছে সবাইকে। রংহীন সাদামাটা ঈদ আয়োজনের প্রস্তুতিই এখন সবার মধ্যে। যেন সবার মন খারাপের ঈদ। আর এই মন খারাপের ঈদে ঘরবন্দি সময়ে সবাইকে আনন্দ দিতে একটি নতুন আয়োজন নিয়ে আসছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। দেশের সাতজন তারকাকে নিয়ে অনলাইনে বিশেষ আড্ডায় অংশ নেবেন তিনি।
এই আড্ডায় অংশ নিবেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তারকা মিশা সওদাগর, অভিনেতা চঞ্চল চৌধুরী, চিত্রনায়ক অনন্ত জলিল, চিত্রনায়িকা মাহিয়া মাহি, ববি, হালের উঠতি তারকা জান্নাতুল ফেরদৌস ঐশী।
এছাড়া আরও বিশেষ একজন তারকা নওশাবার আড্ডায় অংশ নেবেন। তবে সেটি এখনই প্রকাশ করা হচ্ছে না বিশেষ চমকের কারণে।
‘স্টার টক’ নামের এই বিশেষ ঈদ আড্ডা সম্পর্কে কাজী নওশাবা আহমেদ কালচারাল ইয়ার্ডকে বলেন, উপস্থাপনার কাজটি নাটক-সিনেমায় অভিনয়ের মতো মনে হলেও কাজটি অনেকটাই ভিন্ন। আর এটা মোটেও সহজ কাজ নয়। আমি মনে করি, যেকোন অনুষ্ঠানের গতি-প্রকৃতি-ধরন ঠিক করা কিংবা আনন্দদায়ক বা মজার করে তোলার মূল দায়িত্বটা থাকে উপস্থাপকের। তাই কাজটি আমার কাছে বিশাল চ্যালেঞ্জের।
বিজয় টেলিভিশনে ঈদের দিন থেকে ৭দিন প্রতিদিন রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানে একজন করে তারকা অংশ নেবেন । তানভীর সিদ্দিকীর ভাবনা ও প্রতীক আকবরের প্রযোজনায় উপস্থাপনা করছেন নওশাবা।