জাজ মাল্টিমিডিয়া ও হলিউডের যৌথ প্রযোজনায় মাসুদ রানা সিরিজ থেকে বানানো হচ্ছে সিনেমা এমআর-৯ (MR9) এটা পুরনো খবর। তবে কে হবে এই সিনেমার মাসুদ রানা, এ নিয়ে ছিলো নানা জল্পনা-কল্পনা। মাসুদ রানা নিয়ে এবিএম সুমন ছিলো আলোচনায়। শেষে ঘোষণা এলো এবিএম সুমনই হচ্ছেন জাজের মাসুদ রানা।
বুধবার (২৭ মে) জাজ মাল্টিমিডিয়া তাদের ভেরিফায়েড ফেইসবুক পেজে অফিসিয়ালি ঘোষণা দিয়েছে এবিএম সুমন হচ্ছেন মাসুদ রানা। যা হলিউড থেকে MR9 নামে বানানো হবে।
এদিকে আজ এবিএম সুমনের জন্মদিন। জাজ মাল্টিমিডিয়া থেকে সুমনের জন্য এটা জন্মদিনের উপহার বলে জানায় প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি আরও জানায়, লস এঞ্জেলস, বাংলাদেশ ও সাউথ আফ্রিকায় লকডাউন খুলে দিলে হলিউড টিম সিনেমাটির শুটিং শুরু করবে।
জানা গেছে, এ সিনেমার জন্য সুমন বেশ কয়েক মাস অডিশনে অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে প্রায় ১২,০০০ প্রতিযোগীর সাথে প্রতিযোগিতা করে মাসুদ রানার ভূমিকায় অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন।
এদিকে কে হবে মাসুদ রানা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাসেল রানাকে নিয়ে এককভাবে আরেকটি মাসুদ রানা করার ঘোষণা করেছিলো জাজ মাল্টিমিডিয়া। চলতি বছরের শুরুতে জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করে এই ঘোষণা দেয়া হয়। এটি পরিচালনা করবেন নির্মাতা সৈকত নাসির ।