নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক খ্যাতি পাওয়া বাংলাদেশের চলচ্চিত্রের নন্দিত অভিনয়শিল্পী ববিতা। সত্তর ও আশির দশকে অভিনয়গুনে ও সৌন্দর্যগুনে মুগ্ধতা ছড়ানো এই চিত্রনায়িকা এখনও জনপ্রিয়তায় সেরা। অস্কারজয়ী বাংলা চলচ্চিত্র নির্মাতা সত্যজিত রায়ের সিনেমা ‘অশনি সংকেত’-এ অভিনয় করে পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি। এই সিনেমা তাঁকে বিশ্বমণ্ডলে পরিচিতি এনে দিয়েছেন বলে অনেক সময়ই বলেছেন ববিতা। বাংলাদেশের সেরা এই নায়িকা ও লাস্যময়ী অভিনেত্রীর আজ জন্মদিন। কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা।
করোনাকালে একেবারে ঘরবন্দি হয়ে আছেন এই নায়িকা। একমাত্র ছেলে অনিক থাকেন কানাডায়। জন্মদিনের প্রথম প্রহরে ভিডিও কলে ছেলের সঙ্গে কথা বলেছেন। ছেলে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে চলচ্চিত্র ও শোবিজ অঙ্গনের অনেকেই ফোনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।
ববিতার পুরো নাম ফরিদা আক্তার পপি। জন্ম ১৯৫৩ সালের ৩০ জুলাই তৎকালীন যশোরে (বর্তমান বাগেরহাট) জেলায়। চলচ্চিত্রে এসে নাম ধারণ করেন ববিতা নামে। এই নামেই জনপ্রিয়তা পান তিনি।
তার বড় বোন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সুচন্দা ও ছোট বোন আরেক জনপ্রিয় অভিনেত্রী চম্পা। মেধাবী চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান ববিতার ভগ্নিপতি। তাঁর হাত ধরেই চলচ্চিত্রজীবন শুরু করেছেন তিনি।
১৯৬৮ সালে কিংবদন্তি নির্মাতা জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয়। এই সিনেমায় তিনি রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন। নায়িকা হিসেবে ববিতার প্রথম সিনেমা ‘শেষ পর্যন্ত’ ১৯৬৯ সালে মুক্তি পায়। এরপর একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে হয়ে উঠেন চলচ্চিত্রের কিংবদন্তি।
বাণিজ্যিক সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা ববিতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা সত্যজিত রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় মুল চরিত্রে অভিনয় করেন। এই সিনেমার জনপ্রিয় চরিত্র অনঙ্গ বউয়ের চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন ববিতা।
ববিতার সিনেমার খবর
⇒ মহামারীকালে সত্যজিতের ‘অশনি সংকেত’ হতে পারে সতর্কতা
এছাড়া ববিতা ‘আলোর মিছিল’, ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘বসুন্ধরা’, ‘দহন’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘ডুমুরের ফুল’, ‘নয়নমনি’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘পোকা মাকড়ের ঘর বসতি’ ‘দিপু নাম্বার টু’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।
ববিতা সাড়ে তিনশ’র অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক বহু পুরস্কার। তিনি একটানা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি থেকে সর্বভারতীয় শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনিই বাংলাদেশের একমাত্র প্রতিনিধি যিনি সর্বোচ্চ সময়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিধিত্ব করেন।
আরও পড়ুন : কলকাতায় ববিতাকে দেয়া হচ্ছে আজীবন সম্মাননা