নিজস্ব প্রতিবেদক:
চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক-সিনেমাটোগ্রাফার মিশুক মুনিরের প্রয়ান দিবস আজ। ২০১১ সালের ১৩ আগস্ট তারেক মাসুদের নতুন ছবি ‘কাগজের ফুল’ এর লোকেশন দেখতে গিয়ে নয় সদস্যের একটি দল গিয়েছিলেন মানিকগঞ্জ। ফেরার পথে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারাণ তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ তারেক মাসুদের প্রোডাকশন ম্যানেজার ওয়াসিম ও কর্মী জামাল। তারেক মাসুদের স্ত্রী চলচ্চিত্র প্রযোজক ও নির্মাতা স্ত্রী ক্যাথরিন মাসুদসহ আহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিল্পী ঢালী আল মামুন ও তার স্ত্রী দেলোয়ারা বেগম জলি।
ভয়াবহ সড়ক দুর্ঘটনার ৯ বছর পেরুলো আজ। সেদিনের ঘটনা আজও ব্যাথিত করে সবাইকে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশী চলচ্চিত্রকে নির্মাতা তারেক মাসুদ নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তারেকের বন্ধু মিশুক মুনীর ছিলেন তাঁর সিনেমার সহযাত্রী, সিনেমাটোগ্রাফার। তিনি ছিলেন আন্তর্জাতিক মিডিয়ার প্রখ্যাত সাংবাদিকও। বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের সাবেক প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী ছিলেন মিশুক মুনির।
তারেক মাসুদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাটির ময়না’ দেশে ও বিদেশে সমানভাবে সমাদৃত। এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘মুক্তির গান’ ও ‘মুক্তির কথা’ এবং চিত্রশিল্পী এস এম সুলতানকে নিয়ে নির্মিত ‘আদম সুরত’ এর কারণেও স্মরণীয় হয়ে থাকবেন তিনি।
শহীদ বুদ্ধিজীবি মুনীর চৌধুরীর ছেলে আশফাক মিশুক মুনীর। ক্যামেরা ডিরেক্টর হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিমান ছিলেন তিনি। মিশুক মুনীর নামেই পরিচিত ছিলেন তিনি। দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিবিসির ভিডিওগ্রাহক হিসেবে দীর্ঘদিন কাজ করা মিশুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতাও করেছেন। তারেক মাসুদের ছবি ‘রানওয়ে’র প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন তিনি।
২০১২ সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করে নিজ নিজ ক্ষেত্রে তাঁদের অবদানকে সম্মান জানায়।
তারেক মাসুদ-মিশুক মুনীরের প্রয়াণ দিবসে দুইদিনবাপী স্মরণ আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। এ সংগঠনের সভাপতি বেলায়েত হোসেন মামুন দুইদিনব্যাপী স্মরণ অনুষ্ঠানের কর্মসূচি জানিয়েছেন।
চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চলচ্চিত্রগ্রাহক মিশুক মুনীরের নবম প্রয়াণ দিবস উপলক্ষে বুধবার (১২ আগস্ট) রাত ৯টায় অনলাইনে স্মরণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ক্যাথরিন মাসুদ, চলচ্চিত্র গবেষক অধ্যাপক ফাহমিদুল হক, সাংবাদিক আসিফ মুনীর, শব্দগ্রাহক নাহিদ মাসুদ ও চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।
এদিকে বৃহস্পতিবার (১৩ আগস্ট) ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট যৌথভাবে আয়োজন করেছে তারেক মাসুদ স্মরণে স্মৃতিতর্পণ এবং তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের কর্মসূচি।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সড়কদ্বীপে সংরক্ষিত তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে সড়ক দুর্ঘটনা স্মৃতি স্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।