লন্ডনের রেইনবো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা ‘গণ্ডি’
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ফাখরুল আরেফীন খান নির্মিত ‘গণ্ডি’ এবার লন্ডনে। লন্ডনের রেইনবো চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে দেখানো হবে সিনেমাটি। আসছে ১৮ অক্টোবর লন্ডনে শুরু হচ্ছে ‘২১তম রেইনবো চলচ্চিত্র উৎসব’। উৎসবটি চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। উৎসবের ফেসবুক পেজ ও অনলাইনে এ খবর জানানো হয়েছে।
এ বিষয়ে সিনেমাটির নির্মাতা জানান, করোনাকালীন সময়ে বিশ্বের অনেক দেশের চলচ্চিত্র উৎসব বন্ধ রয়েছে। এরমধ্যে অনলাইনে রেইনবো চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে। তাদের উৎসব উদ্বোধন করবে এ সিনেমাটি দিয়ে, এটা আমাদের জন্য দারুণ এক খবর।
শুভজিৎ রায়ের ‘পথের সাথী’ গল্প অবলম্বনে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে ‘ফেলুদা’ খ্যাত বর্ষিয়াণ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও ‘ঘুড্ডি’ খ্যাত বাংলাদেশের গুনী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা অভিনয় করেছেন।
ছবিটি রোমান্টিক-কমেডি ঘরানার। এ ছবির কাহিনি গড়ে উঠেছে ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষকে ঘিরে। অবসরে থাকা এই বয়সে দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এসবই আছে এর গল্পে।
সব্যসাচী ও সুবর্ণা ছাড়াও ‘গণ্ডি’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান, শুভাশীষ ভৌমিক, অপর্ণা ঘোষ, পায়েল মুখার্জি, আমান রেজাসহ আরও অনেকে।
ছবিটি প্রযোজনা করেছে গড়াই ফিল্মস। এই সিনেমায় তিনটি গান রয়েছে। এগুলো গেয়েছেন দ্বীপ ও রূপঙ্কর। এর আবহ সঙ্গীত করছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সঙ্গীতব্যাক্তিত্ব দেবজ্যোতি মিশ্র।
ফাখরুল আরেফিন খান এর আগে ‘ভুবন মাঝি’ সিনেমাটি নির্মাণ করেন। এটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা। ১৯৭০ সাল থেকে ২০১৩ সালের কিছু সত্য ঘটনার ওপর ভিত্তি করে ছবিটি নির্মিত হয়। চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১৭ সালে।