চলচ্চিত্র চিন্তক গাস্তঁ রোবের্জ স্মরণে অনলাইন আলোচনা
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র শিক্ষক, চলচ্চিত্র চিন্তক ও সংগঠক গাস্তঁ রোবের্জ। গত ২৬ আগস্ট তিনি কলকাতায় প্রয়াত হয়েছেন। এ চলচ্চিত্রকারের স্মরণে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ অনলাইন আলোচনার আয়োজন করেছে। করোনা মহামারীর কারণে স্মরণ আয়োজনটি শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ও ভারতের সময় ৯টায় সংগঠনটির ফেইসবুক পেজ থেকে সরাসরি প্রচারিত হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০ বছরের অধিককাল উপমহাদেশে চলচ্চিত্র শিক্ষা, চলচ্চিত্র চিন্তা ও চলচ্চিত্র-সংস্কৃতির রূপবদলে ভূমিকা রেখেছেন গাস্তঁ রোবের্জ। তাঁকে বলা হয় উপমহাদেশের চলচ্চিত্র বিদ্যার পুরোধা ব্যক্তিত্ব। ভারতীয় উচ্চশিক্ষায় চলচ্চিত্রবিদ্যার অন্তর্ভুক্তি ও বিকাশ লাভ করেছে তাঁর হাত ধরেই।
গাস্তঁ রোবের্জ ১৯৭০ সালে কলকাতায় চলচ্চিত্র শিক্ষার বিদ্যায়তনিক পাঠ শুরুর জন্য ‘চিত্রবাণী’ প্রতিষ্ঠা করেন, যা আদতে পশ্চিম বাংলার চলচ্চিত্র-সংস্কৃতিতে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাতাবরণ গড়ে তুলতে অন্যতম প্রধান ভূমিকা রেখেছে। গাস্তঁ রোবের্জ একজন জেস্যুইট প্রিস্ট বা ধর্মযাজক ছিলেন। এ কারণে তিনি সর্বস্তরে ‘ফাদার গাস্তঁ রোবের্জ’ নামে অধিক পরিচিত।
গাস্তঁ রোবের্জ ছিলেন চলচ্চিত্র চিন্তার একজন খ্যাতিমান তাত্ত্বিক ও লেখক। তিনি চলচ্চিত্র বিষয়ে বহু গ্রন্থের প্রণেতা এবং এসব গ্রন্থ উপমহাদেশে চলচ্চিত্র চর্চা ও শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাংলাদেশের বহু চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রকর্মী সরাসরি তার ছাত্র ছিলেন।
বেলায়াত হোসেন মামুন বলেন, তিনি গত চার দশকে অনেকবার বাংলাদেশে এসেছেন এবং এ দেশে চলচ্চিত্র শিক্ষার বিস্তারে ভূমিকা রেখেছেন। আমাদের জন্য এ বড় দুঃখজনক খবর যে এমন নিবেদিত একজন চলচ্চিত্র সাধক ও চলচ্চিত্র-সংস্কৃতির পুরোধা ব্যক্তিত্ব আর আমাদের মাঝে নেই। আমরা গাস্তঁ রোবের্জের প্রয়াণে শোকাহত হয়েছি এবং আমরা সবাই তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি।
গাস্তঁ রোবের্জ স্মরণে অনলাইন আলোচনা সভায় বিশিষ্ট চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, ভারতের বিশিষ্ট চলচ্চিত্র শিক্ষক ও লেখক সঞ্জয় মুখোপাধ্যায়, চলচ্চিত্র সমালোচক ও লেখক মাহমুদুল হোসেন, চলচ্চিত্র সমালোচক ও লেখক শৈবাল চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনলাইন আলোচনাটি সঞ্চালনা করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।