বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমানের প্রয়াণ দিবস আজ
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমানের প্রয়াণ দিবস আজ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন তিনি। বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র চিত্রনায়ক সালমান শাহ’র জনপ্রিয়তা এত বছর পরেও অমলিন। বরং দিনে দিনে তাঁর অনুরাগীর সংখ্যা বেড়েছে। তিনি তরুণদের চিরঞ্জীব আইকন হয়ে আছেন। সালমান শাহ’র প্রয়াণ দিবসে তাঁর প্রতি কালচারাল ইয়ার্ড পরিবারের শ্রদ্ধা।
পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন। জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে। বাবার নাম কমর উদ্দিন চৌধুরী ও মায়ের নাম নীলা চৌধুরী। খুলনার বয়রা মডেল হাই স্কুলে তাঁর শিক্ষা জীবন শুরু। ১৯৮৭ সালে ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে মাধ্যমিক ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। ধানমন্ডির মালেকা সায়েন্স কলেজ থেকে বি.কম পাস করেন তিনি।
১৯৯২ সালের ১২ আগস্ট ভালোবেসে বিয়ে করেন সামিরা হককে। আশির দশকে কিশোর বয়সে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘আকাশ ছোঁয়া’ নাটকে অভিনয় করার মাধ্যমে অভিনয় জীবন শুরু। ১৯৯৩ সালে পরিচালক সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চিত্রনায়ক হিসেবে আত্নপ্রকাশ। নাম পরিবর্তন করে রাখা হয় সালমান শাহ। সেই নামটিই চিরস্মরণীয় হয়ে আছে চিত্রজগতে।
ক্যারিয়ারে প্রথম ছবিতে অভিনয় করেন মৌসুমীর সঙ্গে। পরে সফল জুটি গড়ে তুলেন চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে। এ জুটির মোট অভিনীতি চলচ্চিত্র ১৪টি। সালমান শাহ অভিনয় করেছে মোট ২৭টি চলচ্চিত্রে। তাঁর অভিনীত প্রায় সবক’টি চলচ্চিত্রই দর্শকদের মন ছুঁয়ে গেছে। পেয়েছেন তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা।
আজকের এই দিনে ঢাকার ইস্কাটনস্থ নিজ বাসা থেকে উদ্ধার করা হয় তাঁর মরদেহ। প্রথমে সালমান শাহ’র বাবা কমর উদ্দিন অপমৃত্যুর মামলা করেন। পরে দায়ের করা হয় হত্যা মামলা। তবে সালমান শাহ’র স্ত্রী সামিরার দাবি এটা ছিলো আত্মহত্যা। কিন্তু সালমান শাহ’র পরিবারের পক্ষ থেকে সামিরা, তাঁর পরিবার এবং ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জনের বিরুদ্ধে সালমান হত্যার অভিযোগ তোলা হয়।
সালমান শাহ’র মুত্যু আজও এক রহস্য। আত্নহত্যা নাকি হত্যা এ নিয়ে রয়েছে ধোঁয়াসা। পুলিশ, র্যাব, গোয়েন্দা বিভাগের হাত ঘুরে পিবিআই শেষ পর্যন্ত এই মৃত্যুকে আত্নহত্যা বলে রায় দিয়েছে। ২০১৬ সালের ৬ ডিসেম্বরে আদালত পিবিআইকে মামলাটির পুনরায় তদন্ত করার নির্দেশ দেন। সব বিভাগেই সালমানের মৃত্যুকে আত্নহত্যা বলে রায় দেওয়া হয়। তবে পিবিআইয়ের দেওয়া রিপোর্টের বিরুদ্ধে আদালতে নারাজি দিয়েছে তাঁর পরিবার। আগামী ১১ সেপ্টেম্বর এ নারাজির শুনানির দিন ধার্য করেছে আদালত।
সালমান শাহ’র মৃত্যুদিনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করেছে। শিল্পী সমিতির আর্টিস্ট স্টাডি রুমে এই আয়োজন করা হয়েছে। এছাড়া টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজন করেছে। অনলাইনে ভক্তদের আয়োজনে চলছে সালমান স্মরণ।
এছাড়া সালমান ভক্তরা মিলাদ মাহফিল ও মানববন্ধনেরও আয়োজন করেছে।