প্রধানমন্ত্রী সম্মত হলে ১৬ অক্টোবর খুলবে সিনেমা হল
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
করোনাকালে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব সিনেমা হল। তথ্য মন্ত্রনালয়ের সিদ্ধান্ত হয়েছে সিনেমা হল খুলে দেয়ার। মন্ত্রনালয়ের সিদ্ধান্তে ১৬ অক্টোবর থেকে খোলা হবে দেশের সকল সিনেমা হল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতির পরেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে এক বৈঠক করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বৈঠকে তিনি সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে আলোচনা চলছে হল খোলার ব্যাপারে। আগস্ট মাসে বৈঠকে সিদ্ধান্ত ছিল ১৫ সেপ্টেম্বরের পর বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মর্মে আজ বিস্তারিত আলোচনায় সিদ্ধান্ত নিয়েছি, যদি করোনা পরিস্থিতি এখনকার চেয়ে কমে আসে তবে ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলতে পারি! তার আগে অবশ্যই প্রধানমন্ত্রীর সম্মতি গ্রহণ করব। ধারণ ক্ষমতার অর্ধেক দর্শক নিয়ে সিনেমা হলগুলো চালু হবে।
তিনি জানান, হলমালিকদের অনুরোধে এ বিষয়ে কয়েক দফা বৈঠকও হয়েছে। অবশেষে স্বাস্থ্যবিধি মেনে ১৬ অক্টোবর থেকে সিনেমা হলের তালা খোলার সিদ্ধান্ত হয়েছে। তবে প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই হল খোলা হবে বলে তথ্যমন্ত্রী জানান।