নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন সোমবার (২৮ সেপ্টেম্বর)। এদিনে টেলিভিশনে প্রদর্শন করা হবে ডকুফিল্ম ‘হাসিনা: অ্যা ডটারস টেল’। স্বপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর শেখ হাসিনা ও তার বোনের দুর্দশা ও সংগ্রামের গল্প বলা হয়েছে এ তথ্যচিত্রে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) প্রযোজিত ছবিটি নির্মাণ করেছেন পিপলু খান।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিনেমা হলে এর আগে প্রদর্শনীর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায় ছবিটি। ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনসহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে আবারও সম্প্রচার করা হবে এটি। এর আগেও টেলিভিশনে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিলো।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছবিটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বিকাল ৩টায়, একুশে টিভি দুপুর ১২টা ৫ মিনিটে, একাত্তর টিভি ও চ্যানেল আই, গাজী টেলিভিশন বিকেল ৩টায়, ডিবিসি বিকাল ৪ টায়, সময় টিভি ৫টায়, দেশ টিভি সাড়ে ৫টায়, বাংলা টিভি সাড়ে ৮টায়, বিজয় টিভি সাড়ে ৯টায় এবং মাছরাঙা টেলিভিশন রাত ১১ টায় সম্প্রচার করবে।
এর আগে ২০১৮ সালের ১৬ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নির্মিত ডকু-ড্রামাটি। ছবিটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে। প্রথম সপ্তাহে মাত্র চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর দর্শক চাহিদার কারণে দ্বিতীয় সপ্তাহে ছবিটি মুক্তি পায় ৩১টি প্রেক্ষাগৃহে। একই বছরের ১৫ ডিসেম্বর প্রথমবারের মতো ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয় বহুল আলোচিত ডকুড্রামা ‘হাসিনা: অ্যা ডটারস টেল’র।
ডকুফিল্ম ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ -এর রিভিউ
⇒ শিল্পের বয়ানে ‘হাসিনা: আ ডটার’স টেল’
পিপলু খানের পরিচালনায় ছবিটি পরিবেশনার দায়িত্বে ছিলেন গাউসুল আলম শাওন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের দুঃখ-বিষাদ, ব্যক্তিগত আখ্যান, আর নৈকট্যের গল্পগুলো নিয়ে ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ ডকুফিল্মের কাহিনী গড়ে উঠেছে ।
তবে এ বিষয়ে নির্মাতা পিপলু খানের ভাষ্য, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গল্প নয়। এটি একজন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার গল্প।
বঙ্গবন্ধুর দৌহিত্র সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রযোজনা করেন ছবিটি। অ্যাপল বক্স ফিল্মস্ এর পিপলু খান পরিচালনা করেন এর সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র।